মহাদেবপুর দর্পণ, এম, রইচ উদ্দিন, স্টাফ রিপোর্টার, পোরশা (নওগাঁ), ২২ এপ্রিল ২০২১ :
কাঁদছেন নওগাঁর পোরশা উপজেলার নিতপুর মাস্টারপাড়ার নিরিহ গরিব কৃষক গাজিউর রহমান। কাঁদার কারণ হচ্ছে তার কষ্টে রোপণ করা চার বিঘা জমির বোরো ধান প্রতিপক্ষরা কিটনাশক প্রয়োগ করে ঝলসিয়ে দিয়েছে।
প্রতিপক্ষরা জোরেসোরে বলে বেড়াচ্ছেন ধান ঝলসানোর কথা। গাজিউর বিচার চেয়ে ধরনাও দিচ্ছেন বিভিন্ন জনের কাছে। কিন্তু কোথাও বিচার না পেয়ে অবশেষে গানইর গ্রামের তিনজনের নাম উল্লেখ করে আবেদন করেছেন নিতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরাবর। আর এ কথাগুলি উল্লেখ করেছেন গাজিউর তার আবেদনে।
আবেদন সূত্রে জানা গেছে, গাজিউর চলতি মৌসুমে উপজেলার অনন্তপুর মৌজার ৬৩৩ দাগে দুই একর জমি নিতপুর বাঙ্গালপাড়ার আলী হোসেনের কাছ থেকে লীজ নিয়ে বোরো ধান রোপণ করেন। এর মধ্যে এক একর ৩৩ শতাংশ জমিতে কিটনাশক প্রয়োগ করে প্রতিপক্ষরা। এতে ওই জমির সম্পূর্ণ ধান ঝলসে যায়। ফলে তার ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
নিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম শাহ্ কৃষক গাজিউর তার কাছে আবেদন করার কথা স্বীকার করেন। এব্যাপারে তিনি ব্যবস্থা নিবেন বলে জানান। #