নওগাঁ ১০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

কাঁদছেন পোরশার নিতপুরের কৃষক গাজিউর<<মহাদেবপুর দর্পণ>>

Spread the love

মহাদেবপুর দর্পণ, এম, রইচ উদ্দিন, স্টাফ রিপোর্টার, পোরশা (নওগাঁ), ২২ এপ্রিল ২০২১ :

কাঁদছেন নওগাঁর পোরশা উপজেলার নিতপুর মাস্টারপাড়ার নিরিহ গরিব কৃষক গাজিউর রহমান। কাঁদার কারণ হচ্ছে তার কষ্টে রোপণ করা চার বিঘা জমির বোরো ধান প্রতিপক্ষরা কিটনাশক প্রয়োগ করে ঝলসিয়ে দিয়েছে।

প্রতিপক্ষরা জোরেসোরে বলে বেড়াচ্ছেন ধান ঝলসানোর কথা। গাজিউর বিচার চেয়ে ধরনাও দিচ্ছেন বিভিন্ন জনের কাছে। কিন্তু কোথাও বিচার না পেয়ে অবশেষে গানইর গ্রামের তিনজনের নাম উল্লেখ করে আবেদন করেছেন নিতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরাবর। আর এ কথাগুলি উল্লেখ করেছেন গাজিউর তার আবেদনে।

আবেদন সূত্রে জানা গেছে, গাজিউর চলতি মৌসুমে উপজেলার অনন্তপুর মৌজার ৬৩৩ দাগে দুই একর জমি নিতপুর বাঙ্গালপাড়ার আলী হোসেনের কাছ থেকে লীজ নিয়ে বোরো ধান রোপণ করেন। এর মধ্যে এক একর ৩৩ শতাংশ জমিতে কিটনাশক প্রয়োগ করে প্রতিপক্ষরা। এতে ওই জমির সম্পূর্ণ ধান ঝলসে যায়। ফলে তার ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

নিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম শাহ্ কৃষক গাজিউর তার কাছে আবেদন করার কথা স্বীকার করেন। এব্যাপারে তিনি ব্যবস্থা নিবেন বলে জানান। #

আপলোডকারীর তথ্য

কাঁদছেন পোরশার নিতপুরের কৃষক গাজিউর<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০৬:০৮:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১
Spread the love

মহাদেবপুর দর্পণ, এম, রইচ উদ্দিন, স্টাফ রিপোর্টার, পোরশা (নওগাঁ), ২২ এপ্রিল ২০২১ :

কাঁদছেন নওগাঁর পোরশা উপজেলার নিতপুর মাস্টারপাড়ার নিরিহ গরিব কৃষক গাজিউর রহমান। কাঁদার কারণ হচ্ছে তার কষ্টে রোপণ করা চার বিঘা জমির বোরো ধান প্রতিপক্ষরা কিটনাশক প্রয়োগ করে ঝলসিয়ে দিয়েছে।

প্রতিপক্ষরা জোরেসোরে বলে বেড়াচ্ছেন ধান ঝলসানোর কথা। গাজিউর বিচার চেয়ে ধরনাও দিচ্ছেন বিভিন্ন জনের কাছে। কিন্তু কোথাও বিচার না পেয়ে অবশেষে গানইর গ্রামের তিনজনের নাম উল্লেখ করে আবেদন করেছেন নিতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরাবর। আর এ কথাগুলি উল্লেখ করেছেন গাজিউর তার আবেদনে।

আবেদন সূত্রে জানা গেছে, গাজিউর চলতি মৌসুমে উপজেলার অনন্তপুর মৌজার ৬৩৩ দাগে দুই একর জমি নিতপুর বাঙ্গালপাড়ার আলী হোসেনের কাছ থেকে লীজ নিয়ে বোরো ধান রোপণ করেন। এর মধ্যে এক একর ৩৩ শতাংশ জমিতে কিটনাশক প্রয়োগ করে প্রতিপক্ষরা। এতে ওই জমির সম্পূর্ণ ধান ঝলসে যায়। ফলে তার ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

নিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম শাহ্ কৃষক গাজিউর তার কাছে আবেদন করার কথা স্বীকার করেন। এব্যাপারে তিনি ব্যবস্থা নিবেন বলে জানান। #