মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ১৬ এপ্রিল ২০২১ :
দু’বছর আগে নিখোঁজ হয়েছিলেন রাজশাহীর পবা উপজেলার হাটপারিলা গ্রামের স্বামী পরিত্যক্তা অশীতিপর মর্জিনা বেগম (৮০)। ওই গ্রামে তার ছোট ছেলে মজিবর রহমানের সাথে থাকতেন তিনি। তাঁর আরো তিন মেয়ে রয়েছে। তারা সকলেই বিভিন্ন স্থানে তাকে খুঁজে ফেরেন।
গত ১৩ এপ্রিল নওগাঁর মহাদেবপুর উপজেলার এনায়েতপুর ইউনিয়নের মহাদেবপুর-নজিপুর পাকা সড়কের সুজাইল মোড় নামক স্থানে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন দেন। সেখান থেকে খবর পেয়ে রাত ১০টা ২১ মিনিটে মহাদেবপুর থানার ওসি আজম উদ্দিন মাহমুদের নেতৃত্বে সেখানে অভিযান চালান একদল মানবিক পুলিশ। অন্যদের মধ্যে থানার এসআই জাহাঙ্গীর আলম, কনষ্টেবল আল আমিন, কনষ্টেবল ফারজানা আক্তার, কনষ্টেবল সালমা আক্তার তার সঙ্গে ছিলেন। তারা বৃদ্ধা মর্জিনা বেগমকে সেখানে ক্ষুধার্ত, অসুস্থ্য, জীর্ণ শীর্ণ ও দূর্বল অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে তাকে স্যালাইন পুশসহ চিকিৎসা দেয়া হয়। তিনি ঠিকমত কথা বলতে পারছিলেন না।
বিষয়টি থানা পুলিশের ফেসবুক একাউন্টে পোষ্ট করলে তার পরিচয় জানা যায়। নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএমের নির্দেশে মহাদেবপুর থানা পুলিশ ১৬ এপ্রিল রাত আড়াইটায় রাজশাহীর পবা উপজেলার হাটপারিলা গ্রামে উপস্থিত হয়ে মর্জিনা বেগমকে তার ছেলে মজিবর রহমান ও তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেন।
দীর্ঘ দু’বছর পর হারানো মাকে ফিরে পেয়ে মজিবর রহমান ও তার পরিবারের সদস্যরা আনন্দে আপ্লুত হয়ে পড়েন। হাউমাউ করে কাঁদতে থাকেন তারা। তারা থানা পুলিশকে শ্রদ্ধা জানান।
মহাদেবপুর থানার ওসি আজম উদ্দিন মাহমুদ জানান, তারা এমন একটি সামাজিক কাজ করতে পেরে আনন্দিত। তিনি সাধারণ মানুষের যে কোন সমস্যায় পুলিশ এগিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন।#