মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ১ এপ্রিল ২০২১ :
নওগাঁর মহাদেবপুরে মুজিব জন্মশতবর্ষ পালন উপলক্ষে ১৪ জন ভূমিহীন বীরমুক্তিযোদ্ধা পেয়েছেন বাড়ি নির্মাণের উপযোগী জমি। উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত এক সমাবেশে ইউএনও মিজানুর রহমান মিলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তালিকাভূক্ত মুক্তিযোদ্ধাদের মধ্যে খাস জমির ডিসিআর ও নামজারি খতিয়ান হস্তান্তর করেন। সহকারী কমিশনার (ভূমি) আসমা খাতুন এতে সভাপতিত্ব করেন।
ইউএনও জানান, মুজিব জন্মশতবর্ষে নওগাঁ জেলা প্রশাসক হারুন অর রশীদের বিশেষ উদ্যোগে মহাদেবপুরের ১৪ জন বীরমুক্তিযোদ্ধার মধ্যে প্রত্যেককে ১৫ শতাংশ করে খাস জমি বন্দোবস্ত দিয়ে জমির দলিল, ডিসিআর ও খারিজ খতিয়ান প্রদান করা হয়।#