মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ৩১ মার্চ ২০২১ :
নওগাঁর মহাদেবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতা মূলক ক্যাম্পেইন পরিচালনা করা হয়। বুধবার (৩১ মার্চ) সারাদিন ক্যাম্পেইনের আওতায় উপজেলা সদর হাটে এবং গণপরিবহণে অভিযান পরিচালনা করা হয়। এতে মানুষকে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করা হয়। এছাড়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাস্ক ব্যবহার না করার অপরাধে নয়টি মামলায় দুই হাজার চারশ’ টাকা জরিমানা আদায় করা হয়।
মহাদেবপুর থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আসমা খাতুন।
উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান মিলন জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এরুপ অভিযান অব্যাহত থাকবে। তিনি মহাদেবপুরবাসীর প্রতি আহ্বান জানান, ‘আসুন মাস্ক পরি, নিজেকে এবং নিজের পরিবারকে সুরক্ষিত রাখি।’#