মহাদেবপুর দর্পণ, বাবুল আকতার, স্টাফ রিপোর্টার, সাপাহার (নওগাঁ), ১৯ ফেব্রুয়ারী ২০২১ :
নওগাঁর সাপাহারে বিভিন্ন ক্যাটাগরিতে প্রাণীসম্পদ খাতে করোনায় ক্ষতিগ্রস্ত দুই হাজার ৬২২জন খামারি পেয়েছেন প্রধানমন্ত্রীর তিন কোটি ১৩ লক্ষ ৪৪ হাজার ৮৯৫ টাকার প্রণোদনা।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, একেক জন খামারি সর্বনিম্ন তিন হাজার ৩৭৫ টাকা থেকে ২২ হাজার ৫০০ টাকা পর্যন্ত প্রণোদনা পেয়েছেন।
সরেজমিনে কয়েকজন খামারির সাথে কথা হলে তারা জানান, করোনা মহামারীর কারণে তারা অনেক ক্ষতির সম্মুখীন হয়েছেন। এর ফলে অনেক খামারি তাদের পেশা পরিবর্তন করতে বাধ্য হয়েছেন। প্রধানমন্ত্রীর করোনা প্রণোদনার টাকা পেয়ে খুশি হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।
উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন বলেন, ‘বর্তমান সরকার জনবান্ধব সরকার। দেশের মানুষের কথা চিন্তা করে সব সময় কাজ করে থাকে। এই মহামারীর কারণে ক্ষতিগ্রস্ত খামারিরা যে করোনা প্রণোদনা পেলেন এর জন্য উপজেলাবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’
উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী বলেন, ‘দেশ উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। দেশের মানুষের ভাগ্য বদলাতে আর দেশকে এগিয়ে নিতে মাননীয় প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করছেন। তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে এই করোনা প্রণোদনা প্রদান করা।
উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা: আশীষ কুমার দেবনাথ বলেন, ‘প্রধানমন্ত্রী ঘোষিত করোনা পরিস্থিতির জন্য ক্ষতিগ্রস্ত খামারিরা যে প্রণোদনার টাকা সরাসরি পাবেন, তা দিয়ে সাপাহার তথা সারা দেশের খামারিরা গবাদিপশু পালনে উদ্বুদ্ধ হবেন। এ জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে উপজেলাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা, অভিনন্দন এবং শুভেচ্ছা প্রদান করছি।#