মহাদেবপুর দর্পণ, বাবুল আকতার, স্টাফ রিপোর্টার, সাপাহার (নওগাঁ), ১৯ ফেব্রুয়ারী ২০২১ :
শুক্রবার (১৯ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০ টায় নওগাঁর সাপাহার উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরীর উদ্যোগে তাঁর সরকারি বাসভবনে উপজেলার কৃতি সন্তান খঞ্জনপুর তালকুড়া লতিফিয়া আলিম মাদ্রাসার বাংলা বিভাগের সহকারি অধ্যাপক আব্দুল হালিমকে সর্বপ্রথম অ্যাম্বাসেডর ও শিক্ষক বাতায়নে সেরা কন্টেন্ট নির্মাতা নির্বাচিত হওয়ায় সম্মাননা প্রদান করেন।
ইউএনও সম্মাননা হিসেবে ম্যাক্সিম গোর্কির বিখ্যাত উপন্যাস “মা” অধ্যাপক আব্দুল হালিমের হাতে তুলে দেন।
উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি ঢাকার নন্দন পার্কে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক বাতায়নে সেরা কন্টেন্ট নির্মাতা নির্বাচিত হওয়ায় আব্দুল হালিমকে সম্মাননা পুরস্কার দেন এ টু আই কর্মকর্তা কবির হোসাইন ও অভিজিৎ সাহা।#