নওগাঁ ০১:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

সাপাহারে “তিজারাহ্ সুইটস্” উদ্বোধন করলেন উপজেলা চেয়ারম্যান শাহজাহান<<মহাদেবপুর দর্পণ>>

Spread the love

মহাদেবপুর দর্পণ, বাবুল আকতার, স্টাফ রিপোর্টার, সাপাহার (নওগাঁ), ১৯ ফেব্রুয়ারী ২০২১ :

শুক্রবার (১৯ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় নওগাঁর সাপাহার উপজেলা সদরের ওয়াল্টন মোড়ে এই প্রথম “তিজারাহ্ সুইটস্” নামে একটি উন্নতমানের মিষ্টান্ন ভান্ডারের উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে সেখানে আয়োজিত সমাবেশে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতে কেটে ওই মিষ্টান্ন ভান্ডারের উদ্বোধন করেন।

উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, সাপাহার থানার ইন্সপেক্টর (তদন্ত) আল মাহমুদ, এসআই নয়ন কুমার কর, আহসান হাবিব পলাশ প্রমুখ এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যম কর্মীরা এতে উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানের পরিচালক সিনিয়র সাংবাদিক আলহাজ¦ মো: তছলিম উদ্দিন জানান, উপজেলাবাসীকে নিজেদের খামারের গাভির দুধ থেকে তৈরি নতুন নতুন উন্নতমানের মিষ্টি পরিবেশন করবে এই তিজারাহ্ সুইটস্ মিষ্টান্ন ভান্ডার।

উদ্বোধন শেষে দোয়ার পর সকলকে “তিজারাহ্ সুইটস্” দিয়ে মিষ্টিমুখ করানো হয়।#

আপলোডকারীর তথ্য

সাপাহারে “তিজারাহ্ সুইটস্” উদ্বোধন করলেন উপজেলা চেয়ারম্যান শাহজাহান<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০৭:৪৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১
Spread the love

মহাদেবপুর দর্পণ, বাবুল আকতার, স্টাফ রিপোর্টার, সাপাহার (নওগাঁ), ১৯ ফেব্রুয়ারী ২০২১ :

শুক্রবার (১৯ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় নওগাঁর সাপাহার উপজেলা সদরের ওয়াল্টন মোড়ে এই প্রথম “তিজারাহ্ সুইটস্” নামে একটি উন্নতমানের মিষ্টান্ন ভান্ডারের উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে সেখানে আয়োজিত সমাবেশে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতে কেটে ওই মিষ্টান্ন ভান্ডারের উদ্বোধন করেন।

উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, সাপাহার থানার ইন্সপেক্টর (তদন্ত) আল মাহমুদ, এসআই নয়ন কুমার কর, আহসান হাবিব পলাশ প্রমুখ এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যম কর্মীরা এতে উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানের পরিচালক সিনিয়র সাংবাদিক আলহাজ¦ মো: তছলিম উদ্দিন জানান, উপজেলাবাসীকে নিজেদের খামারের গাভির দুধ থেকে তৈরি নতুন নতুন উন্নতমানের মিষ্টি পরিবেশন করবে এই তিজারাহ্ সুইটস্ মিষ্টান্ন ভান্ডার।

উদ্বোধন শেষে দোয়ার পর সকলকে “তিজারাহ্ সুইটস্” দিয়ে মিষ্টিমুখ করানো হয়।#