নওগাঁ ০১:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

আত্রাইয়ে ১৫ বছর ধরে ৫শ’ টাকায় রেলগেট পাহারায় বৃদ্ধ শ্রবন প্রতিবন্ধী<<মহাদেবপুর দর্পণ>>

Spread the love

মহাদেবপুর দর্পণ, নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ), ১৯ ফেব্রুয়ারী ২০২১ :

নওগাঁর আত্রাই উপজেলা সদরের আহসানগঞ্জ রেলগেটে দীর্ঘ ১৫ বছর ধরে নামমাত্র মাসিক ৫০০ টাকা বেতনে পাহারাদারের কাজ করছেন শ্রবন প্রতিবন্ধী বৃদ্ধ জানে আলম শেখ (৬৫)। গেট থাকলেও এখানে রেলওয়ের পক্ষ থেকে কোন পাহারাদার নিয়োগ করা হয়নি।

সাময়িকভাবে দুর্ঘটনা এড়াতে উপজেলা প্রশাসন জানে আলমকে একাজে নিয়োগ করে। কিন্তু দীর্ঘদিনেও তার বেতন বাড়েনি এক টাকাও। এ সামান্য পারিশ্রমিকেই দিনরাত ২৪ ঘন্টা দায়িত্ব পালন করেন জানে আলম একাই।

স্টেশনের উত্তরপাশে একটি ও দক্ষিণপাশে রেলওয়ে ব্রিজ সংলগ্ন একটি গেট রয়েছে। উত্তরপাশের গেটে রেলওয়ের পক্ষ থেকে দুইজন গেটম্যান নিয়োগ দেয়া হলেও দক্ষিণপাশের গেটে কোন গেটম্যান নিয়োগ দেয়া হয়নি। ফলে এখানে প্রতিনিয়ত ছোট বড় দুর্ঘটনা ঘটতো। দুর্ঘটনা এড়াতে উপজেলা প্রশাসন জানে আলম শেখকে গেটম্যানের দায়িত্ব দেয়।

এ লাইন দিয়ে প্রতিদিন ১৪ জোড়া যাত্রীবাহী ট্রেন ও আরও কয়েক জোড়া মালবাহী ট্রেন চলাচল করে। দিনরাত একার পক্ষে গেটম্যানের দায়িত্ব পালন অসম্ভব হয়ে পড়ে। ফলে প্রায়ই রাতে এ গেটে মানুষ দুর্ঘটনার শিকার হন।

জানে আলম শেখ বলেন, ‘আমি ১৫ বছর ধরে এ ঘানি টেনে আসছি। সরকারীভাবে আমার আর চাকরি হবেও না। তবে আমার ছেলের জন্য রেলওয়ের উর্ধতন কর্তৃপক্ষের নিকট আবেদন করেছি। তাকে যেন কর্তৃপক্ষ এ চাকরি দেন।’

আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, ‘রেললাইনের উপর দিয়ে এ রাস্তা তৈরি করা হয়েছে। রাস্তাটিও অত্যন্ত জনগুরুত্বপূর্ণ। এখানে স্থায়ী গেটম্যান না থাকায় কয়েকদিন আগেও একটি দুর্ঘটনা ঘটেছে। সকল প্রকার দুর্ঘটনা এড়াতে দ্রুত এখানে গেটম্যান নিয়োগ দেয়া প্রয়োজন।’

বাংলাদেশ রেলওয়ে পশ্চিম জোনের শান্তাহার উর্ধতন সহকারী প্রকৌশলী আফজাল হোসেন বলেন, ‘আহসানগঞ্জ স্টেশনের দক্ষিণপাশের রেলগেটে গেটম্যান নিয়োগের জন্য উর্ধতন কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হয়েছে। আশা করা যায় অল্প সময়ের মধ্যেই এখানে গেটম্যান নিয়োগ দেয়া হবে।’#

আপলোডকারীর তথ্য

আত্রাইয়ে ১৫ বছর ধরে ৫শ’ টাকায় রেলগেট পাহারায় বৃদ্ধ শ্রবন প্রতিবন্ধী<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০৬:৫৮:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১
Spread the love

মহাদেবপুর দর্পণ, নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ), ১৯ ফেব্রুয়ারী ২০২১ :

নওগাঁর আত্রাই উপজেলা সদরের আহসানগঞ্জ রেলগেটে দীর্ঘ ১৫ বছর ধরে নামমাত্র মাসিক ৫০০ টাকা বেতনে পাহারাদারের কাজ করছেন শ্রবন প্রতিবন্ধী বৃদ্ধ জানে আলম শেখ (৬৫)। গেট থাকলেও এখানে রেলওয়ের পক্ষ থেকে কোন পাহারাদার নিয়োগ করা হয়নি।

সাময়িকভাবে দুর্ঘটনা এড়াতে উপজেলা প্রশাসন জানে আলমকে একাজে নিয়োগ করে। কিন্তু দীর্ঘদিনেও তার বেতন বাড়েনি এক টাকাও। এ সামান্য পারিশ্রমিকেই দিনরাত ২৪ ঘন্টা দায়িত্ব পালন করেন জানে আলম একাই।

স্টেশনের উত্তরপাশে একটি ও দক্ষিণপাশে রেলওয়ে ব্রিজ সংলগ্ন একটি গেট রয়েছে। উত্তরপাশের গেটে রেলওয়ের পক্ষ থেকে দুইজন গেটম্যান নিয়োগ দেয়া হলেও দক্ষিণপাশের গেটে কোন গেটম্যান নিয়োগ দেয়া হয়নি। ফলে এখানে প্রতিনিয়ত ছোট বড় দুর্ঘটনা ঘটতো। দুর্ঘটনা এড়াতে উপজেলা প্রশাসন জানে আলম শেখকে গেটম্যানের দায়িত্ব দেয়।

এ লাইন দিয়ে প্রতিদিন ১৪ জোড়া যাত্রীবাহী ট্রেন ও আরও কয়েক জোড়া মালবাহী ট্রেন চলাচল করে। দিনরাত একার পক্ষে গেটম্যানের দায়িত্ব পালন অসম্ভব হয়ে পড়ে। ফলে প্রায়ই রাতে এ গেটে মানুষ দুর্ঘটনার শিকার হন।

জানে আলম শেখ বলেন, ‘আমি ১৫ বছর ধরে এ ঘানি টেনে আসছি। সরকারীভাবে আমার আর চাকরি হবেও না। তবে আমার ছেলের জন্য রেলওয়ের উর্ধতন কর্তৃপক্ষের নিকট আবেদন করেছি। তাকে যেন কর্তৃপক্ষ এ চাকরি দেন।’

আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, ‘রেললাইনের উপর দিয়ে এ রাস্তা তৈরি করা হয়েছে। রাস্তাটিও অত্যন্ত জনগুরুত্বপূর্ণ। এখানে স্থায়ী গেটম্যান না থাকায় কয়েকদিন আগেও একটি দুর্ঘটনা ঘটেছে। সকল প্রকার দুর্ঘটনা এড়াতে দ্রুত এখানে গেটম্যান নিয়োগ দেয়া প্রয়োজন।’

বাংলাদেশ রেলওয়ে পশ্চিম জোনের শান্তাহার উর্ধতন সহকারী প্রকৌশলী আফজাল হোসেন বলেন, ‘আহসানগঞ্জ স্টেশনের দক্ষিণপাশের রেলগেটে গেটম্যান নিয়োগের জন্য উর্ধতন কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হয়েছে। আশা করা যায় অল্প সময়ের মধ্যেই এখানে গেটম্যান নিয়োগ দেয়া হবে।’#