মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ১৬ ফেব্রুয়ারী ২০২১ :
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে নওগাঁ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে মহাদেবপুর উপজেলা সদরের প্রতিবন্ধী বিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা ও হুইল চেয়ার বিতরণের আয়োজন করা হয়।
উপজেলা সমাজ সেবা অফিসার জাহাঙ্গীর আরিফ প্রামানিক এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাঁচজন প্রতিবন্ধী শিক্ষার্থীর মধ্যে হ্ইুল চেয়ার বিতরণ করেন। এরআগে শিক্ষার্থীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়।
প্রধান শিক্ষক মাহবুব আলম এতে সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নওগাঁ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা এস এম হুমায়ন কবির, সিনিয়র শিক্ষক সাব্বির আহম্মেদ চৌধুরী বাধন, সাংবাদিক সাখাওয়াত হোসেন প্রমুখ। #