মহাদেবপুর দর্পণ, এমদাদুল হক দুলু, বদলগাছী (নওগাঁ), ১৭ জানুয়ারী ২০২১ :
রোববার (১৭ জানুয়ারী) বেলা ১১ টায় নওগাঁর বদলগাছী কারিগরি কলেজ প্রাঙ্গনে নাবিল এন্টারপ্রাইজের উদ্যোগে কৃষক মেলা ও প্রীতিভোজের আয়োজন করা হয়। এলাকায় ১৫০ জন কৃষক এতে অংশ নেন।।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: হাসান আলী এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। নাবিল এন্টারপ্রাইরে স্বত্তাধীকারী গোলাম কিবরিয়া এতে সভাপতিত্ব করেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইনজিনিয়ার্স ক্রপ সায়েন্স লিমিটেডের প্রধান পার্থ প্রতিম দাস, জিএস ওয়ান এরিয়া ম্যানেজার মো. দিলশাত হোসেন, মো. মনোয়ার, সাংবাদিক এমদাদুল হক দুলু, মাষ্টার হাফিজার রহমান, বাজার বণিক সমিতির সদস্য মলিন, মাসুম আলী, আহসান হাবীব লিটন প্রমুখ।
শেষে কৃষকদের মধ্যে পুরস্কার বিতরণ ও প্রীতিভোজের অনুষ্ঠিত হয়।#