মহাদেবপুর দর্পণ, এম, রইচ উদ্দিন, স্টাফ রিপোর্টার, পোরশা (নওগাঁ), ১০ জানুয়ারী ২০২১ :
রোববার সকালে নওগাঁর পোরশায় ১৩ জন অস্বচ্ছল অসুস্থ্যের চিকিৎসা বাবদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পাওয়া ৫ লাখ ৩০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে আয়োজিত সমাবেশে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
বিশেষ অতিথি হিসেবে চেক বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী।
অনুষ্ঠানে কৃষি জমিতে সেচ দেয়ার জন্য উপজেলার ৮৪ জন কৃষককে এসটিডব্লিউয়ের ছাড়পত্র প্রদান করা হয়।
ইউএনও নাজমুল হামিদ রেজা এতে সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন, বিএমডিএএর সহকারী প্রকৌশলী সেলিম রেজা, পল্লি বিদ্যুৎ সমিতি নওগাঁ-২ এর ডিজিএম একেএম জাহিদুল ইসলাম, পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল আজম প্রমুখ এতে উপস্থিত ছিলেন।#