মহাদেবপুর দর্পণ, ইউসুফ আলী সুমন, স্টাফ রিপোর্টার, মহাদেবপুর (নওগাঁ), ১৯ নভেম্বর ২০২০ :
বৃহস্পতিবার সন্ধ্যায় নওগাঁর মহাদেবপুর উপজেলা যুবদলের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পীকার, বিএনপি চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সাবেক এমপি প্রয়াত আখতার হামিদ সিদ্দিকী নান্নুর তৃতীয় মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে মিলাদ ও দোওয়া মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো: আব্দুস ছাত্তার নান্নু এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাফ্ফর রহমান এতে সভাপতিত্ব করেন।
মাহফিলে অন্যদের মধ্যে অংশ নেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাজী আক্কাস, বিএনপি নেতা লোকমান হাকিম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম, একেএম মাসুদুর রহমান মৃধ্যা টিক্কা, সদস্য সোহেল রানা মৃধা শাপলা, যুবদল নেতা লিয়াকত আলী বাবলু, ছাত্রদল নেতা মহসিন, রিপন, রোকন প্রমুখ।
দোওয়া পরিচালনা করেন হাজী আফান।#