মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর, নওগাঁ, ১৮ নভেম্বর ২০২০ :
নওগাঁর মহাদেবপুরে পণ্যের পাটজাত মোড়ক ব্যবহার না করায় ভ্রাম্যমাণ আদালত আবু বক্কর সিদ্দিক নামে এক ব্যবসায়ীর দশ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আসমা খাতুন। মহাদেবপুর থানার এসআই সাবের হোসেন তার সঙ্গে ছিলেন।
মঙ্গলবার দুপুরে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের কালুশহর বাজারের বিভিন্ন দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার সময় আবু বক্কর সিদ্দিকের দোকানে বিভিন্ন পণ্যে পাটজাত মোড়ক ব্যবহারের বদলে ক্ষতিকারক পলিথিনের মোড়ক পাওয়া যায়। এই অভিযোগে ২০১০ সালের পণ্যের পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইনের ১৪ ধারায় ওই ব্যবসায়ীর জরিমানার আদেশ দেয়া হয়।#