নওগাঁ ০৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

মহাদেবপুরে তমিজ উদ্দিন, জননী, খালেদা ও আলফা ক্লিনিকের জরিমানা<<মহাদেবপুর দর্পণ>>

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ১২ নভেম্বর ২০২০ :

বৃহস্পতিবার দুপুরে নওগাঁর মহাদেবপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চার ক্লিনিকের এক লক্ষ ৬০ হাজার টাকা জরিমানার আদেশ দেয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আসমা খাতুন।

অভিযানে নানা অসংগতির অভিযোগে ২০০৯ সালের ভোক্তা অধিকার আইনের ৫২ ধারায় উপজেলা সদরের তমিজ উদ্দিন থ্রি স্টার ক্লিনিক এবং জননী ডায়াগনস্টিক সেন্টার ও জেনারেল হাসপাতালের প্রত্যেকের ৫০ হাজার টাকা করে, খালেদা ক্লিনিকের ৪০ হাজার টাকা ও আলফা ক্লিনিকের ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

আগামী এক মাসের মধ্যে ক্লিনিকগুলোর অসংগতি দূর করারও নির্দেশ দেয়া হয়। অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।
অভিযানের অন্যদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা: আল এমরান, ডা: মাহবুবুর রহমান ও থানা পুলিশ ম্যজিষ্ট্রেটের সঙ্গে ছিলেন।#

আপলোডকারীর তথ্য

মহাদেবপুরে তমিজ উদ্দিন, জননী, খালেদা ও আলফা ক্লিনিকের জরিমানা<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০১:৫৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ১২ নভেম্বর ২০২০ :

বৃহস্পতিবার দুপুরে নওগাঁর মহাদেবপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চার ক্লিনিকের এক লক্ষ ৬০ হাজার টাকা জরিমানার আদেশ দেয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আসমা খাতুন।

অভিযানে নানা অসংগতির অভিযোগে ২০০৯ সালের ভোক্তা অধিকার আইনের ৫২ ধারায় উপজেলা সদরের তমিজ উদ্দিন থ্রি স্টার ক্লিনিক এবং জননী ডায়াগনস্টিক সেন্টার ও জেনারেল হাসপাতালের প্রত্যেকের ৫০ হাজার টাকা করে, খালেদা ক্লিনিকের ৪০ হাজার টাকা ও আলফা ক্লিনিকের ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

আগামী এক মাসের মধ্যে ক্লিনিকগুলোর অসংগতি দূর করারও নির্দেশ দেয়া হয়। অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।
অভিযানের অন্যদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা: আল এমরান, ডা: মাহবুবুর রহমান ও থানা পুলিশ ম্যজিষ্ট্রেটের সঙ্গে ছিলেন।#