মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ২৯ অক্টোবর ২০২০ :
বৃহস্পতিবার দুপুরে নওগাঁর মহাদেবপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে প্রদর্শনী প্লটের নমুনা শস্য কর্তনের আয়োজন করা হয়।
উপজেলার এনায়েতপুর ইউনিয়নের এনায়েতপুর ব্লকের শিবপুর গ্রামের কৃষক শাহজাহান আলীর প্রদর্শনী প্লটের কাটারী (গোল্ডেন) জাতের আমন ধান কেটে মাঠেই মারাই করে ওজন রেকর্ড করা হয়। এতে বিঘাপ্রতি ১৮ মণ ফলন হয়।
এ উপলক্ষে সেখানে কৃষক মাঠ দিবসের আয়োজন করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ উইং এর অতিরিক্ত পরিচালক মো: হাফিজুর রহমান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শস্য কর্তন উদ্বোধন করেন।
অন্যান্যের মধ্যে অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক সুধেন্দ্র নাথ রায়, নওগাঁর উপ-পরিচালক মো: শামছুল ওয়াদুদ, মহাদেবপুর উপজেলা কৃষি কর্মকর্তা অরুন চন্দ্র রায়, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তৌফিক আল জুবায়ের প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।#