মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ২৯ অক্টোবর ২০২০ :
বৃহস্পতিবার দুপুরে নওগাঁর মহাদেবপুর উপজেলা সদরের মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়।
নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মো: ছলিম উদ্দিন তরফদার সেলিম এতে প্রধান অতিথি এবং কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন, নওগাঁ জেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল ওয়াহাব, যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম, নওগাঁ জেলা আওয়ামী লীগের সদস্য বাবু অজিদ কুমার মন্ডল, মহাদেবপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব ভোদন, সহ-সভাপতি গোলাম নুরানী আলাল, সহ-সভাপতি বাবু বাবুল চন্দ্র ঘোষ, কৃষি বিষয়ক সম্পাদক বাবু প্রভাত কুমার ব্যাণার্জী, সদর ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান ধলু প্রমুখ এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি আব্দুল খালেক এতে সভাপতিত্ব করেন।
সম্মেলনে উপজেলা আওয়ামী লীগ, কৃষকলীগসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। #