নওগাঁ ০৩:২০ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

মহাদেবপুরে বাড়ী পাচ্ছেন ৫০ গৃহহীন<<মহাদেবপুর দর্পণ>>

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ২৮ অক্টোবর ২০২০ :

নওগাঁর মহাদেবপুর উপজেলায় এবার ৫০ জন গৃহহীন পাচ্ছেন পাকা বাড়ী। এজন্য সরকারের ব্যয় হবে মোট ৬০ লক্ষ টাকা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রীর আশ্রায়ন প্রকল্পের আওতায় যাদের বাড়ী করার মত জমি রয়েছে, কিন্তু টাকার অভাবে বাড়ী নির্মাণ করতে পারছেন না, এমন দু:স্থদের জন্য এই প্রকল্প হাতে নেয়া হয়েছে। প্রকল্পে প্রতিটি বাড়ীর জন্য বরাদ্দ করা হয়েছে ১ লক্ষ ২০ হাজার টাকা।

ত্রাণ ও পূণর্বাসন অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করছে। মহাদেবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্তকর্তা মুলতান হোসেন জানান, এবার মহাদেবপুর সদর ইউনিয়নে ১৫ টি, চেরাগপুর ইউনিয়নে ২৪ টি, এনায়েতপুর ইউনিয়নে ৩ টি, খাজুর ইউনিয়নে ২ টি, রাইগাঁ ইউনিয়নে ২ টি, চাঁন্দাশ ইউনিয়নে ১ টি ও অন্যান্য ইউনিয়নে ৩ টিসহ মোট ৫০ টি বাড়ী নির্মাণ করা হচ্ছে। ইতিমধ্যেই অনেকগুলোর নির্মাণ কাজ শেষ হয়েছে।

উপজেলার সদর ইউনিয়নের দুলালপাড়া মহল্লার ভ্যান চালক সাইদুর রহমান, মৃত পলাশ চন্দ্র অধিকারীর বিধাব স্ত্রী কাজলী রাণী প্রমুখ জানান, তারা বিনামূল্যে বাড়ী পেয়ে সরকারের প্রতি কৃতজ্ঞ।

প্রকল্পের আওতায় প্রতিটি বাড়ীর জন্য ইটের ওয়াল, টিনের ছাউনি, লোহার দরজা, জানালাসহ একটি শোবার ঘর, ঘর সংলগ্ন বারান্দা ও একটি পাকা টয়লেট নির্মাণ করা হচ্ছে।#

আপলোডকারীর তথ্য

মহাদেবপুরে বাড়ী পাচ্ছেন ৫০ গৃহহীন<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ১২:৫১:২২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ২৮ অক্টোবর ২০২০ :

নওগাঁর মহাদেবপুর উপজেলায় এবার ৫০ জন গৃহহীন পাচ্ছেন পাকা বাড়ী। এজন্য সরকারের ব্যয় হবে মোট ৬০ লক্ষ টাকা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রীর আশ্রায়ন প্রকল্পের আওতায় যাদের বাড়ী করার মত জমি রয়েছে, কিন্তু টাকার অভাবে বাড়ী নির্মাণ করতে পারছেন না, এমন দু:স্থদের জন্য এই প্রকল্প হাতে নেয়া হয়েছে। প্রকল্পে প্রতিটি বাড়ীর জন্য বরাদ্দ করা হয়েছে ১ লক্ষ ২০ হাজার টাকা।

ত্রাণ ও পূণর্বাসন অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করছে। মহাদেবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্তকর্তা মুলতান হোসেন জানান, এবার মহাদেবপুর সদর ইউনিয়নে ১৫ টি, চেরাগপুর ইউনিয়নে ২৪ টি, এনায়েতপুর ইউনিয়নে ৩ টি, খাজুর ইউনিয়নে ২ টি, রাইগাঁ ইউনিয়নে ২ টি, চাঁন্দাশ ইউনিয়নে ১ টি ও অন্যান্য ইউনিয়নে ৩ টিসহ মোট ৫০ টি বাড়ী নির্মাণ করা হচ্ছে। ইতিমধ্যেই অনেকগুলোর নির্মাণ কাজ শেষ হয়েছে।

উপজেলার সদর ইউনিয়নের দুলালপাড়া মহল্লার ভ্যান চালক সাইদুর রহমান, মৃত পলাশ চন্দ্র অধিকারীর বিধাব স্ত্রী কাজলী রাণী প্রমুখ জানান, তারা বিনামূল্যে বাড়ী পেয়ে সরকারের প্রতি কৃতজ্ঞ।

প্রকল্পের আওতায় প্রতিটি বাড়ীর জন্য ইটের ওয়াল, টিনের ছাউনি, লোহার দরজা, জানালাসহ একটি শোবার ঘর, ঘর সংলগ্ন বারান্দা ও একটি পাকা টয়লেট নির্মাণ করা হচ্ছে।#