মহাদেবপুর দর্পণ, এম, রইচ উদ্দিন, স্টাফ রিপোর্টার, পোরশা (নওগাঁ), ২৩ অক্টোবর ২০২০ :
“জননেত্রী শেখ হাসিনার অবদান, ডিপ্লোমা কৃষিবিদদের ১০ম গ্রেডের সম্মান” শ্লোগানকে সামনে রেখে নওগাঁর পোরশায় ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ পোরশা উপজেলা শাখার উদ্যোগে ডিপ্লোমা কৃষিবিদ দিবস পালন উপলক্ষে শুক্রবার বিকেলে উপজেলা চত্বরে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংস্থার উপজেলা শাখার সভাপতি উপ-সহকারী কৃষি কর্মকর্তা ডিপ্লোমা কৃষিবিদ আব্দুল হাই।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহফুজ আলম এতে প্রধান অতিথি ও কৃষি স¤প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ বকুল ইসলাম এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা সালাউদ্দিন সারোয়ারের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন, উপ সহকারী কৃষি কর্মকর্তা ও সংস্থার সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন। এসময় উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ডিপ্লোমা কৃষিবিদ আখতারুল ইসলামসহ উপ সহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।#