নওগাঁ ০২:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

আত্রাই-রাণীনগরে নয়া এমপি হেলাল<<মহাদেবপুর দর্পণ>>

Spread the love

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ১৭ অক্টোবর ২০২০ :

নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের নয়া এমপি নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন হেলাল। তিনি পেয়েছেন, ১ লাখ ৫ হাজার ৪৬৭ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত প্রার্থী শেখ রেজাউল ইসলাম পেয়েছেন ৪ হাজার ৫১৭ ভোট।

শনিবার সন্ধ্যা ৭ টায় নওগাঁ জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মাহমুদ হাসান বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন। এর আগে সকাল ৯ টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত।

বিজয়ী আনোয়ার হোসেন হেলাল বলেন, আজকের এই জয়লাভ প্রধানমন্ত্রীর ভাল কাজের ফল। এই ভোটে প্রমাণ হল বর্তমান সরকার জনগণের সরকার। পাশাপাশি ভোটের মধ্য দিয়ে জনগণ প্রমাণ করে দিল শেখ হাসিনার সরকার নিরেপেক্ষ সরকার। আগামীতে এই দায়িত্ব আমি সঠিক ভাবে পালন করব। এবং দেশ ও জাতীর হয়ে কাজ করে যাবো।

বিএনপির প্রার্থী রেজাউল ইসলাম বিকেলেই ভোট বর্জনের ঘোষণা দেন। দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, ভোটে কোন রকম নিয়ম মানা হচ্ছে না। বিএনপির এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হচ্ছে।

রাণীনগর ও আত্রাই নিয়ে গঠিত নওগাঁ-৬ আসনের ১৬ টি ইউনিয়নে ১০৪ টি ভোটকেন্দ্রের ৭২১ টি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এখানে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬ হাজার ৭২৫ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৫৩ হাজার ৭৫৮ জন এবং নারী ১ লাখ ৫২ হাজার ৯৬৭ জন। ৩৬ দশমিক ৪ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

গত ২৭ জুলাই এই আসনের এমপি ইসরাফিল আলম মারা গেলে আসনটি শূন্য হয়।#

আপলোডকারীর তথ্য

আত্রাই-রাণীনগরে নয়া এমপি হেলাল<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০৫:৩২:০৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০
Spread the love

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ১৭ অক্টোবর ২০২০ :

নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের নয়া এমপি নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন হেলাল। তিনি পেয়েছেন, ১ লাখ ৫ হাজার ৪৬৭ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত প্রার্থী শেখ রেজাউল ইসলাম পেয়েছেন ৪ হাজার ৫১৭ ভোট।

শনিবার সন্ধ্যা ৭ টায় নওগাঁ জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মাহমুদ হাসান বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন। এর আগে সকাল ৯ টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত।

বিজয়ী আনোয়ার হোসেন হেলাল বলেন, আজকের এই জয়লাভ প্রধানমন্ত্রীর ভাল কাজের ফল। এই ভোটে প্রমাণ হল বর্তমান সরকার জনগণের সরকার। পাশাপাশি ভোটের মধ্য দিয়ে জনগণ প্রমাণ করে দিল শেখ হাসিনার সরকার নিরেপেক্ষ সরকার। আগামীতে এই দায়িত্ব আমি সঠিক ভাবে পালন করব। এবং দেশ ও জাতীর হয়ে কাজ করে যাবো।

বিএনপির প্রার্থী রেজাউল ইসলাম বিকেলেই ভোট বর্জনের ঘোষণা দেন। দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, ভোটে কোন রকম নিয়ম মানা হচ্ছে না। বিএনপির এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হচ্ছে।

রাণীনগর ও আত্রাই নিয়ে গঠিত নওগাঁ-৬ আসনের ১৬ টি ইউনিয়নে ১০৪ টি ভোটকেন্দ্রের ৭২১ টি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এখানে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬ হাজার ৭২৫ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৫৩ হাজার ৭৫৮ জন এবং নারী ১ লাখ ৫২ হাজার ৯৬৭ জন। ৩৬ দশমিক ৪ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

গত ২৭ জুলাই এই আসনের এমপি ইসরাফিল আলম মারা গেলে আসনটি শূন্য হয়।#