মহাদেবপুর দর্পণ, শহীদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার, নওগাঁ, ১৬ অক্টোবর ২০২০ :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবিত পাবলিক বিশ্ববিদ্যালয় নওগাঁর মহাদেবপুর উপজেলার নওহাটা মোড়ে স্থাপনের দাবিতে লং মার্চ করেছেন হাজারো জনতা।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত ঘন্টাব্যাপি এ লংমার্চে উপস্থিত ছিলেন এলাকার সকল স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, নওহাটা মোড় বাজার, হাটচকগৌরী বাজার ও স্বরস্বতিপুর বাজারসহ আশে পাশের বাজারের সর্বস্তরের হাজারো মানুষ।
লংমার্চের আগে একই দাবীতে নওহাটা মোড়ে একটি বিশাল মানববন্ধন কর্মসূচিও পালন করা হয়েছিল।
লংমার্চ উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, নওহাটা মোড় নওগাঁ জেলার মধ্যবর্তী স্থান। জেলা শহর থেকে ১২ কিলোমিটার দূরে ত্রিমুখী রাস্তার পার্শ্বে। এখানে এক দাগে ৯৮ বিঘা খাস সরকারী জমিসহ মোট ১ হাজার ১শ বিঘা খাস জমি আছে। যে কারণে সরকারকে জমি অধিগ্রহণের জন্য অতিরিক্ত অর্থ ব্যয় করতে হবেনা।
যোগাযোগ ব্যবস্থা নিয়েও বক্তারা বলেন, বিমানবন্দর থেকে ৪৬ কিলোমিটার, রেল জংশন থেকে ২০ কিলোমিটার ও নৌপথ (ছোট যমুনা) থেকে মাত্র ১২ কিলোমিটার দূরে এ স্থানটি অবস্থিত।
এসব যৌক্তিক কারণগুলো উল্লেখ করে লংমার্চে উপস্থিত হাজারো জনতার দাবী নওহাটার মোড়ই প্রধানমন্ত্রীর পূর্ব ঘোষিত বিশ্ববিদ্যালয় স্থাপনের একমাত্র উপযুক্ত স্থান।
অন্যদের মধ্যে লংমার্চে উপস্থিত ছিলেন, ভীমপুর ইউপি চেয়ারম্যান রাম প্রসাদ ভদ্র, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব হাসান আলী মন্ডল, সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন বকুল, চেরাগপুর ইউপি চেয়ারম্যান শিবনাথ মিশ্র, সেনা বাহিনীর অবসরপ্রাপ্ত লে: কর্ণল আছির উদ্দিন দেওয়ান, বলিহার ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আবু নাছের, বিশিষ্ট ব্যবসায়ী শাহিনুর আলম শাহিন, যুবলীগ নেতা কামরুজ্জামান বাবু, মনির হোসেন, নওহাটামোড় বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন প্রমুখ। #