মহাদেবপুর দর্পণ, জিল্লুর রহমান, মান্দা (নওগাঁ), ৩০ সেপ্টেম্বর ২০১৯ :
সোমবার দুপুর ১২ টায় নওগাঁর মান্দা উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে উপজেলা ভূমি অফিস ও উপজেলা আমিন সমিতির যৌথ উদ্যোগে বেসরকারী পর্যায়ের সার্ভেয়ারদের নিয়ে মতবিনিময় ও দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উত্তম কুমার রায় এতে প্রধান অতিথি এবং উপজেলা চেয়ারম্যান সরদার জসীম উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
ইউএনও আব্দুল হালিম এতে সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এসএম হাবিবুল হাসান, সাবরেজিস্ট্রার শংকর চন্দ্র বর্মণ, মান্দা থানার উপ পরিদর্শক আলমগীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মির্জা মাহবুব বাচ্চু, মান্দা উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আবদুর রাজ্জাক, নিয়ামতপুর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার অলোক কুমার মুকুট মণি নওগাঁ জেলা আমিন সমিতির সভাপতি এসএম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক বদিউজ্জামান, মান্দা উপজেলা শাখার সভাপতি নুর মোহাম্মদ, সাধারণ সম্পাদক কাজী কামরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ। #