মহাদেবপুর দর্পণ, বাবুল আকতার, সাপাহার (নওগাঁ), ২৯ সেপ্টেম্বর ২০১৯ :
রবিবার ভোর থেকে নওগাঁর বিভিন্ন থানা পুলিশ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইন শৃঙ্খলা রক্ষা তথা জননিরাপত্তার স্বার্থে উর্ধতন পুলিশ কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক বিশেষ চেক পোস্ট পরিচালনা করে।
এরই অংশ হিসাবে সকালে সাপাহার উপজেলা সদরের জিরোপয়েন্ট থেকে দেশের অভ্যন্তরে ছেড়ে যাওয়া সকল দুরপাল্লার যানবাহন চেকিংএর মাধ্যমে কর্মসুচী শুরু করে পুলিশ।
ঐতিহাসিক দিবর দিঘী মোড়ে একজন এসআই ও একজন এএসআই চেক পোষ্ট পরিচালনা করেন।
এছাড়া নিশ্চিন্তপুর মোড়ে এসআই মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্সসহ চেকপোষ্ট পরিচালনা করেন।
ওই সকল মোড়ে সকল প্রকার যানবাহনে তল্লাশী ও সন্দেহ ভাজন লোকজনের গতিবিধি পর্যবেক্ষন করা হয়।
সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি).আব্দুল হাই নিউন এবং ইন্সপেক্টর (তদন্ত) মুুনিরুল ইসলাম প্রাকৃতিক দুর্যোগপুর্ন আবহাওয়া উপেক্ষা করে গাড়ী নিয়ে ঘুরে ঘুরে ডিউটি তদারকি করেন।
উল্লেখ্য, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক নওগাঁ জেলার সকল থানা এলাকায় ভোর থেকে এক যোগে এই চেকপোষ্ট পরিচালনা করা হয়। #