মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ৩১ আগষ্ট ২০২০ :
নওগাঁর মহাদেবপুরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্প বিএমডিএর উদ্যোগে কাজুবাদামের চারা রোপণ করা হয়েছে। উপজেলায় এই প্রথম কাজুবাদাম চাষের উদ্যোগ নেয়া হলো।
কাজুবাদাম চাষে একদিকে যেমন পুষ্টির চাহিদা মিটবে অপরদিকে আর্থিকভাবেও স্বাবলম্বী হওয়ার সুযোগ রয়েছে।
উপজেলার এনাতেপুর ইউপির কালনা খাড়ি এলাকার ভিডিও কনফারেন্সের মাধ্যমে কয়েকজন কৃষকের সমন্বয়ে ৫০ এটি কাজুবাদামের চারাগাছ রোপণ উদ্বোধন করেন নওগাঁ -৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সাবেক এমপি বিএমডিএ’র চেয়ারম্যান ড. আকরাম হোসেন চৌধুরী ।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে মুজিব বর্ষ ২০২০ উদযাপন উপলক্ষে বৃক্ষ রোপণ কর্মসূচির আওতায় এলাকার জনগণকে উদ্বুদ্ধ করার লক্ষে চেয়ারম্যান বিনামূল্যে কাজুবাদামের চারা রোপণ করা হয়।
অন্যদের মধ্যে বিএমডিএ নওগাঁ রিজিয়ন-২ এর নির্বাহী প্রকৌশলী মো. আবদুল মালেক, মহাদেবপুর জোনের সহকারী প্রকৌশলী কাজী আশিকুর রহমান, এনায়েতপুর ইউপি চেয়ারম্যান মো. মেহেদী হাসান মিয়া, আবদুর রাজ্জাক, মিজানুর রহমানসহ বিএমডিএর কর্মকর্তা-কর্মচারী ও এলাকার গণ্যমান্য ব্যাক্তি এতে উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে ড. আকরাম হোসেন চৌধুরী বুজরকান্তপুর গোরস্থান ও ঈদগাহ মাঠে ১শ’ টি, ব্র্যাক অফিস মোড় থেকে বুজরকান্তপুর পর্যন্ত পাকা রাস্তায় দুই ধারে ১ হাজারটি ফলজ, বনজ ও ঔষুধী গাছের চারা ও বরেন্দ্র অফিসে কাজুবাদাম ও কাটবাদামের ২ টি চারাগাছ রোপণের উদ্বোধন করেন ।#