নওগাঁ ১০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

সাপাহারে চারা গাছের হাটে অবৈধ খাজনা আদায় বন্ধ করলেন ইউএনও

মহাদেবপুর দর্পণ, বাবুল আকতার, সাপাহার (নওগাঁ), ১৪ সেপ্টেম্বর ২০১৯ :

নওগাঁর সাপাহারে মৌসুমী চারা গাছের হাটে দীর্ঘ দিনের অবৈধ খাজনা আদায় বন্ধ করলেন উপজেলা নির্বাহী অফিসার কল্যান চৌধুরী ও সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই নিউটন।

দীর্ঘ দিন ধরে সাপাহার উপজেলার টিএন্টটি মোড়ে ইসলামপুর মৌজায় রাস্তার ধারে মৌসুম ভেদে সারা বছরই হাটবার শনিবার করে বৃহৎ চারা গাছের বাজার বসে। প্রতি হাটেই ওই বাজার হতে গাছ বিক্রেতারা অবৈধভাবে গ্রাহকদের নিকট হতে খাজনার নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। এ ধরনের এক গ্রাহকের অভিযোগের ভিত্তিতে শনিবার দুপুর ১২টায় ইউএনও থানার ওসিকে সঙ্গে নিয়ে ওই হাটে অভিযান চালান। তাঁরা অভিযোগের সত্যতা পান। চারা গাছের হাটের জায়গাটি যেহেতু সরকার থেকে বন্দোবস্ত দেয়া হাটের জায়গার মধ্যে না হওয়ায় হাটের বাহিরে কোন ব্যাবসা প্রতিষ্ঠান থেকে খাজনা আদায় করা সম্পূর্ণ বেআইনী বলে ইউএনও জানান। তিনি উপস্থিত গ্রাহকদের জানিয়ে দেয় যে, আজ হতে উক্ত জায়গায় চারা গাছ কেনা বেচা হলে ক্রেতাদের নিকট হতে কোন প্রকার খাজনা আদায় করা হবে না। এর পর হতে ওই জায়গায় কোন গাছের খাজনা আদায় করা হলে পরবর্তীতে চারা গাছ ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তাদের হুঁশিয়ার করে দেন।

হাটে চারা গাছ ক্রেতারা উপজেলা নির্বাহী অফিসারের সঠিক পদক্ষেপ গ্রহণ করায় তাকে ধন্যবাদ জানিয়ে মনের খুশিতে একটু বেশী করেই চারা গাছ কিনে করে বাড়ী ফিরেছেন। তবে অবিলম্বে চারা গাছ বিক্রেতাদের সাপাহার হাট-বাজারের পেরী-ফেরীর আওতায় আনা হবে এবং সেখান থেকে তারা চারা গাছের জন্য সরকারী নির্ধারিত হারে খাজনাও আদায় করতে পারবে বলেও জানিয়ে দেন। #

[Google][follow id=@mohadevpurdorp1]

আপলোডকারীর তথ্য

সাপাহারে চারা গাছের হাটে অবৈধ খাজনা আদায় বন্ধ করলেন ইউএনও

প্রকাশের সময় : ১১:৪৮:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৯

মহাদেবপুর দর্পণ, বাবুল আকতার, সাপাহার (নওগাঁ), ১৪ সেপ্টেম্বর ২০১৯ :

নওগাঁর সাপাহারে মৌসুমী চারা গাছের হাটে দীর্ঘ দিনের অবৈধ খাজনা আদায় বন্ধ করলেন উপজেলা নির্বাহী অফিসার কল্যান চৌধুরী ও সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই নিউটন।

দীর্ঘ দিন ধরে সাপাহার উপজেলার টিএন্টটি মোড়ে ইসলামপুর মৌজায় রাস্তার ধারে মৌসুম ভেদে সারা বছরই হাটবার শনিবার করে বৃহৎ চারা গাছের বাজার বসে। প্রতি হাটেই ওই বাজার হতে গাছ বিক্রেতারা অবৈধভাবে গ্রাহকদের নিকট হতে খাজনার নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। এ ধরনের এক গ্রাহকের অভিযোগের ভিত্তিতে শনিবার দুপুর ১২টায় ইউএনও থানার ওসিকে সঙ্গে নিয়ে ওই হাটে অভিযান চালান। তাঁরা অভিযোগের সত্যতা পান। চারা গাছের হাটের জায়গাটি যেহেতু সরকার থেকে বন্দোবস্ত দেয়া হাটের জায়গার মধ্যে না হওয়ায় হাটের বাহিরে কোন ব্যাবসা প্রতিষ্ঠান থেকে খাজনা আদায় করা সম্পূর্ণ বেআইনী বলে ইউএনও জানান। তিনি উপস্থিত গ্রাহকদের জানিয়ে দেয় যে, আজ হতে উক্ত জায়গায় চারা গাছ কেনা বেচা হলে ক্রেতাদের নিকট হতে কোন প্রকার খাজনা আদায় করা হবে না। এর পর হতে ওই জায়গায় কোন গাছের খাজনা আদায় করা হলে পরবর্তীতে চারা গাছ ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তাদের হুঁশিয়ার করে দেন।

হাটে চারা গাছ ক্রেতারা উপজেলা নির্বাহী অফিসারের সঠিক পদক্ষেপ গ্রহণ করায় তাকে ধন্যবাদ জানিয়ে মনের খুশিতে একটু বেশী করেই চারা গাছ কিনে করে বাড়ী ফিরেছেন। তবে অবিলম্বে চারা গাছ বিক্রেতাদের সাপাহার হাট-বাজারের পেরী-ফেরীর আওতায় আনা হবে এবং সেখান থেকে তারা চারা গাছের জন্য সরকারী নির্ধারিত হারে খাজনাও আদায় করতে পারবে বলেও জানিয়ে দেন। #

[Google][follow id=@mohadevpurdorp1]