মহাদেবপুর দর্পণ, বরুণ মজুমদার, ষ্টাফ রিপোর্টার, মহাদেবপুর (নওগাঁ), ২০ আগষ্ট ২০২০ :
বুধবার সন্ধ্যায় নওগাঁর মহাদেবপুর থানা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের প্রথম সভাপতি শফিউল বারী বাবুর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো: আব্দুস ছাত্তার নান্নু এতে প্রধান অতিথি এবং সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, থানা যুবদলের আহ্বায়ক মোঃ মোজাফ্ফর রহমান, যুগ্ম আহ্বায়ক মোঃ আমিনুল এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ রাজু এতে সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীমুর রহমান শামীম, যুগ্ম আহ্বায়ক মোঃ কামরুজ্জামান, আহ্বায়ক কমিটির সদস্য মোঃ রুহুল আমিন, যুবনেতা মামদুদ আলম মুন্না, নওগা জেলা ছাত্রদলের সদস্য রোকনুজ্জামান রোকন, রিপন মাহমুদ, থানা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য জাকির হোসেনসহ থানা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী এতে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি এফ,আই, সবুজ।
আলোচনা সভা শেষে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি মরহুম শফিউল বারী বাবুর রুহের মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করা হয়। #