মহাদেবপুর দর্পণ, কিউ,এম,সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ১৭ জুন ২০২০ :
বুধবার দুপুরে নওগাঁর মহাদেবপুর উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলার ১২ টি উচ্চ বিদ্যালয় ও দাখিল মাদ্রাসায় শিক্ষার্থীদের বসার জন্য ৬৮ জোড়া নতুন ব্রেন্স বিতরণ করা হয়।
এ উপলক্ষে উপজেলা কমপ্লেক্সের সামনে আয়োজিত অনুষ্ঠানে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি আলহাজ্ব মো: ছলিম উদ্দিন তরফদার সেলিম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ব্রেন্সগুলো বিতরণ করেন।
উপজেলা চেয়ারম্যান মো: আহসান হাবীব ভোদন, উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রী অনুকুল চন্দ্র সাহা বুুদু ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান মিলন এতে সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুন চন্দ্র রায়, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জুয়েল, জেলা আওয়ামী লীগের সদস্য অজিত কুমার মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল চন্দ্র ঘোষ বাবু প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকৌশলী জানান, চলতি অর্থবছরে উপজেলার বার্ষিক উন্নয়ন কর্মসূচী এডিপির অর্থায়নে ৫ লাখ টাকা ব্যয়ে উপজেলা সদরের সর্বমঙ্গলা পাইলট উচ্চ বিদ্যালয়, জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয়, মর্তুজাপুর উচ্চ বিদ্যালয়, হামিদপুর জিগাতলা উচ্চ বিদ্যালয়, কালুশহর উচ্চ বিদ্যালয়, বরেন্দ্র বিদ্যা নিকেতন, জয়পুর ডাঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয়, চান্দা আইডিয়াল উচ্চ বিদ্যালয়, জন্তিগ্রাম টিএ উচ্চ বিদ্যালয়, মালাহার বালিকা উচ্চ বিদ্যালয়, চৌমাসিয়া দাখিল মাদ্রাসা ও ধনজইল মাদ্রাসায় এসব ব্রেন্স বিতরণ করা হয়। #