মহাদেবপুর দর্পণ, বাবুল আকতার, ষ্টাফ রিপোর্টার, সাপাহার (নওগাঁ), ১৫ জুন ২০২০ :
সোমবার সকালে নওগাঁর সাপাহারে করোনা আক্রান্তদের বাড়ী বাড়ী উপহার পৌঁছে দিলেন উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী।
সকাল সাড়ে ১০ টায় তিনি উপজেলার শিরন্টী ইউনিয়নের সোনাডাঙ্গা গোপালপুর ও আইহাই ইউনিয়নের পাতিলাপুর গ্রামে করোনা আক্রান্তদের বাড়ীতে গিয়ে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে চাল, ডাল, আলুসহ খাদ্য সামগ্রী এবং নিজ উদ্যোগে আপেল, কমলা, আনারস, কলা, লিচুসহ বিভিন্ন ফল পৌঁছে দেন।
অন্যদের মধ্যে উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী সন্তোষ কুমার, সাংবাদিক সোহেল চৌধুরী রানা প্রমুখ তার সঙ্গে ছিলেন।
ইউএনও এলাকাবাসীকে করোনাভাইরাসের সংক্রমণ বিস্তার রোধে সরকারী নির্দেশনার আলোকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। #