নওগাঁ ১০:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

জনদূর্ভোগ : মহাদেবপুরে কলেজপাড়া-হাউস বিল্ডিং সড়ক সংস্কারের দাবী

মহাদেবপুর দর্পণ, কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ), ৪ মে ২০২০ :

নওগাঁর মহাদেবপুরে কলেজপাড়া আহলে হাদিস মসজিদ থেকে হাউস বিল্ডিং মোড় পর্যন্ত পাকা সড়কের বেহাল দশা। এই সড়কে বর্ষায় হাটু পানি জমে থাকে। একটু বৃষ্টি হলেই কাদা পানিতে সয়লাব হয়ে থাকে। মানুষ ও যান চলাচলের সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়ে এটি। এই সড়ক দিয়ে চলাচল করতে গেলে কোমলমতি শিক্ষার্থীদের পোষাকে কাদা পানি লেগে নোংরা হয় প্রতিদিন।

এ সড়ক দিয়ে জাহাঙ্গীরপুর সরকারি কলেজ, সর্বমঙ্গলা উচ্চ বিদ্যালয়, জাহাঙ্গীরপুর বালিকা বিদ্যালয় ও কলেজের ছাত্র ছাত্রীরা চলাচল করে থাকে। এই এলাকায় বেশীরভাগ শিক্ষকের বসবাস হওয়ায় প্রতিদিন ভোর থেকে সারাদিন অসংখ্য শিক্ষার্থী এলাকায় প্রাইভেট পড়তে আসে। এছাড়া এই সড়ক দিয়ে ডাকঘর, মহাদেবপুর থানা, ডাকবাংলা মাঠে কয়েক হাজার মানুষ নিয়মিত যাওয়া আসা করে থাকেন।

সড়কটিতে একটি ড্রেন ও কালভার্টসহ সংষ্কার করার জন্য এলাকার বাসিন্দা মৃত ইমাজ উদ্দিনের ছেলে শওকত হোসেন, আবদুল আজিজ ও আব্দুল হাকিম গত ৩ মে মহাদেবপুর উপজেলা প্রকৌশলী বরাবর লিখিত আবেদন করেন। এছাড়া স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর অনুলিপি প্রদান করেন।

অপরদিকে এলাকার বাসিন্দা আলতাফ, পারভেজ, মিঠুন, আকবর, এরশাদ ও মশিউর বলেন, অবিলম্বে সড়কটি পরিদর্শন করে সংষ্কারের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হোক। #

আপলোডকারীর তথ্য

জনদূর্ভোগ : মহাদেবপুরে কলেজপাড়া-হাউস বিল্ডিং সড়ক সংস্কারের দাবী

প্রকাশের সময় : ০৩:৪৫:০৩ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২০

মহাদেবপুর দর্পণ, কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ), ৪ মে ২০২০ :

নওগাঁর মহাদেবপুরে কলেজপাড়া আহলে হাদিস মসজিদ থেকে হাউস বিল্ডিং মোড় পর্যন্ত পাকা সড়কের বেহাল দশা। এই সড়কে বর্ষায় হাটু পানি জমে থাকে। একটু বৃষ্টি হলেই কাদা পানিতে সয়লাব হয়ে থাকে। মানুষ ও যান চলাচলের সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়ে এটি। এই সড়ক দিয়ে চলাচল করতে গেলে কোমলমতি শিক্ষার্থীদের পোষাকে কাদা পানি লেগে নোংরা হয় প্রতিদিন।

এ সড়ক দিয়ে জাহাঙ্গীরপুর সরকারি কলেজ, সর্বমঙ্গলা উচ্চ বিদ্যালয়, জাহাঙ্গীরপুর বালিকা বিদ্যালয় ও কলেজের ছাত্র ছাত্রীরা চলাচল করে থাকে। এই এলাকায় বেশীরভাগ শিক্ষকের বসবাস হওয়ায় প্রতিদিন ভোর থেকে সারাদিন অসংখ্য শিক্ষার্থী এলাকায় প্রাইভেট পড়তে আসে। এছাড়া এই সড়ক দিয়ে ডাকঘর, মহাদেবপুর থানা, ডাকবাংলা মাঠে কয়েক হাজার মানুষ নিয়মিত যাওয়া আসা করে থাকেন।

সড়কটিতে একটি ড্রেন ও কালভার্টসহ সংষ্কার করার জন্য এলাকার বাসিন্দা মৃত ইমাজ উদ্দিনের ছেলে শওকত হোসেন, আবদুল আজিজ ও আব্দুল হাকিম গত ৩ মে মহাদেবপুর উপজেলা প্রকৌশলী বরাবর লিখিত আবেদন করেন। এছাড়া স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর অনুলিপি প্রদান করেন।

অপরদিকে এলাকার বাসিন্দা আলতাফ, পারভেজ, মিঠুন, আকবর, এরশাদ ও মশিউর বলেন, অবিলম্বে সড়কটি পরিদর্শন করে সংষ্কারের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হোক। #