মহাদেবপুর দর্পণ, এম, রইচ উদ্দিন, পোরশা (নওগাঁ), ৩ মে ২০২০ :
রবিবার দপুরে নওগাঁর পোরশা উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলার ১৩ টি কওমী মাদ্রাসার এতিমখানা ও ৩৫ জন অসুস্থ্য ব্যক্তির মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে পাওয়া ২ লাখ ১০ হাজার টাকা অনুদানের চেক বিতরণ করা হয়।
এর মধ্যে রয়েছে করোনাভাইরাস জনিত সমস্যার কারণে এতিমখানা গুলোর জন্য ১ লাখ ৩০ হাজার টাকা ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সুপারিশে অসুস্থ্যদের চিকিৎসার জন্য ১৩ লাখ ৮০ হাজার টাকা।
চেক বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী ও ইউএনও নাজমুল হামিদ রেজা। উপজেলা ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।#