মহাদেবপুর দর্পণ, কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ), ২ মে ২০২০ :
নওগাঁর মহাদেবপুরে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গবন্ধু কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের দীর্ঘদিনের সফল সভানেত্রী, ডিজিটাল বাংলাদেশ গড়ার রুপকার, জননেত্রী শেখ হাসিনার আদর্শের অগ্রসৈনিক হানিফ উদ্দিনের বিরুদ্ধে মিথ্যা নানাবিধ ষড়যন্ত্র করে তার মানহানি করা হয়েছে বলে গত ২ মে বিকেলে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে জানান।
হানিফ বলেন, তিনি হাট চকগৌরী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির অন্যতম সদস্য। এছাড়া হাট চকগৌরী বাজার বণিক সমিতির সভাপতি হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। ইতিমধ্যে হাটের সেডসহ বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন করেছেন। বর্তমান মরণব্যাধি করোনাভাইরাসের দু:সময়ে নেত্রীর নির্দেশে নিজ উদ্যোগে তিন শতাধিক গরিব মানুষের মাঝে খাবার পৌঁছে দিয়েছেন।
তিনি আরও সেবা করার যখন প্রস্তুতি নিচ্ছেন ঠিক তখন স্থানীয় কুচক্রী মহল এলাকার গোয়ালবাড়ী গ্রামের মো: ইংরেজ আলীর ছেলে আইনুরকে দিয়ে তার বিরুদ্ধে গত ২২ এপ্রিল ঘরে উঁকি মারা ও ২৪ এপ্রিল স্থানীয় হামিদুলের দোকানের সামনে তাকে খুনসহ বিভিন্ন হুমকি দিয়েছেন বলে মহাদেবপুর থানায় অভিযোগ দায়ের করেন যা অত্যন্ত দু:খজনক।
তিনি বলেন, মূলত ত্রাণ বিতরণের তালিকা করতে গিয়ে অনেকের বাড়ীতে যেতে হয়। প্রকৃত গরিব যেন ত্রাণ পায় এজন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। এসব দেখে প্রতিপক্ষরা ঈর্ষানিত হয়ে এসব অপপ্রচার চালাচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করে এ ঘটনার তীব্র নিন্দা জানান। #