মহাদেবপুর দর্পণ, কিউ,এম,সাঈদ টিটো, নওগাঁ, ২৫ এপ্রিল ২০২০ :
শনিবার বিকেলে নওগাঁর রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার আল মামুন করোনা আক্রান্ত পরিবারে পবিত্র রমজানের প্রথম দিন ইফতার সামগ্রী বিতরণ করেছেন।
উল্লেখ্য, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিন জন নার্সের নমুনা পরীা করে গত বৃহস্পতিবার ২৫ বছর বয়সি এক নার্সের করোনা সনাক্ত হয়েছে। ওই রাতেই উপজেলা প্রসাশন হাসপাতালের ওই কোয়ার্টার পুরোটা লকডাউন করে দেয়। কোয়াটারে চারটি পরিবারের ১৩ জন সদস্য রয়েছেন। আপাতত: কোয়াটারে রেখেই নার্সকে চিকিৎসা দেয়া হচ্ছে। #