
গত ৪ দিনে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি ও মহাদেবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো: ছলিম উদ্দিন তরফদার সেলিম ব্যক্তিগত তহবিল থেকে তার নির্বাচনী এলাকা মহাদেবপুর ও বদলগাছী উপজেলায় ৬ হাজার মানুষের মধ্যে খাবার বিতরণ করেন।
এমপি মহাদেবপুর উপজেলার ১০ টি ইউনিয়ন ও বদলগাছী উপজেলার ৮ টি ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় গিয়ে করোনাভাইরাস প্রতিরোধে কর্মহীন হয়ে পড়া সাধারণ মানুষদের মধ্যে নিজে এসব খাবার বিতরণ করেন। খাবারের মধ্যে ছিল, চাল, ডাল, আলু, তেল, লবন, সাবান প্রভৃতি।
তিনি বলেন, মানুষের এ মহাদূর্যোগের সময় সব সময় সরকার তাদের পাশে রয়েছে। তিনিও তার সাধ্য অনুযায়ী সাধারণ জনতার সেবা করে যাচ্ছেন।
তিনি মানুষকে সামাজিক দূরত্ব বজায় রেখে বাড়ীতে অবস্থানের পরামর্শ দেন।
অন্যদের মধ্যে তার সঙ্গে ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব ভোদন, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল চন্দ্র ঘোষ বাবু, জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম ময়েন, জেলা আওয়ামী লীগের সদস্য অজিত কুমার মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রী অনুকূল চন্দ্র সাহা বুদু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, খাজুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল উদ্দীন, উপজেলা যুবলীগের নেতা সাঈদ হাসান তরফদার শাকিল, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহম্মেদ প্রমুখ। #