মহাদেবপুর দর্পণ, কিউ,এম,সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ১৬ মার্চ ২০২০ :
করোনা ভাইরাসের কারণে সারাদেশে মুজিব শত বার্ষিকী পালনের কর্মসূচী সীমিত করা হয়েছে। পরিবর্তীত পরিস্থিতিতে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করার ল্েয নওগাঁর মহাদেবপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে যে কর্মসূচী গ্রহণ করা হয়েছে, তার মধ্যে রয়েছে, সকাল ৬ টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ চত্ত্বরে সমাবেশ, সকাল ৭ টায় মডেল স্কুলের মোড়ে স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলন, জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন। সকাল ৯ টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি আলহাজ্ব মো: ছলিম উদ্দিন তরফদার সেলিম এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।
দিবসের সকল কর্মসূচীতে সহযোদ্ধাসহ সকলের সরব উপস্থিতি কামনা করেছেন মহাদেবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন। #