মহাদেবপুর দর্পণ, কিউ,এম,সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ৩ মার্চ ২০২০ :
নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি আলহাজ্ব মো: ছলিম উদ্দিন তরফদার সেলিম বলেছেন, জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার করেছেন তারই ফলশ্রুতিতে আমরা পাচ্ছি স্মার্ট কার্ড। এই স্মার্ট কার্ড ডিজিটাল বাংলাদেশের এক যুগান্তকারী পদক্ষেপ। স্মার্ট কার্ড ধারীরা সার্কভূক্ত দেশে ভ্রমণ করতে গেলে তাদের কোন পাসপোর্ট বা ভিসার প্রয়োজন হবেনা।
সোমবার দুপুরে এমপি তার নির্বাচনী এলাকা নওগাঁর মহাদেবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় ভোটার দিবস পালন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দানকালে কথাগুলো বলেন।
উপজেলা চেয়ারম্যান মো: আহসান হাবীব ভোদন, উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রী অনুকুল চন্দ্র সাহা বুদু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, মহাদেবপুর প্রেসকবের সভাপতি গৌতম কুমার মহন্ত, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জুয়েল এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান মিলন এতে সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সদস্য অজিত কুমার মন্ডল, উপজেলা নির্বাচন অফিসার নজরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদ, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা খুরশীদ আলম প্রমুখ।
এর আগে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। #