মহাদেবপুর দর্পণ, কিউ,এম,সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ২৯ জানুয়ারী ২০২০ :
মঙ্গলবার বিকেলে নওগাঁর মহাদেবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রশাসনের পুরাতন ভবনে উপজেলা শিল্পকলা একাডেমী উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে সেখানে আয়োজিত সমাবেশে নওগাঁ জেলা প্রশাসক হারুন-অর-রশীদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফিতে কেটে একাডেমীর কার্যালয় উদ্বোধন করেন।
এখানে নিয়মিত সঙ্গীত, নৃত্য, বাদ্যযন্ত্র বাজনা প্রভৃতি শেখানো হবে বলে জানানো হয়।
সন্ধ্যায় এ উপলক্ষে উপজেলা পরিষদের টেনিস গ্রাউন্ডে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বগুড়া, রাজশাহী ও মহাদেবপুর শিল্পকলা একাডেমীর শিল্পীরা এতে সঙ্গীত পরিবেশন করেন।
গভীর রাত পর্যন্ত চলা অনুষ্ঠানে অন্যদের মধ্যে মহাদেবপুর ইউএনও মিজানুর রহমান মিলন, কৃষি কর্মকর্তা অরুণ কুমার রায়, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, বলবোনা গো খ্যাত বাউল শিল্পী সুকুমার সরকার, টিভি ও বেতার শিল্পী বিভাষ বর্ম্মণ, নিবাস কুমার, চন্দন বর্ম্মণ, ডিএম সুমন, প্রফেসর সুমন, সরিফা বাউল, পরিমল কুমার প্রমুখ সঙ্গীত পরিবেশ করেন। প্যাড বাজান অতিরিক্ত জেলা প্রসাশক ওয়াশিমুল বারী।
যন্ত্রসঙ্গীতে সহযোগিতা করেন কিবোর্ডে রণি কুমার মন্ডল ও সুব্রত, প্যাাডে একরামুল হোসেন রানা ও পুলক কুমার, গিটারে শান্ত, ঢোলে মোশাররফ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রী অনুকুল চন্দ্র সাহা বুদু।
অনুষ্ঠানে হিন্দী গান পরিবেশন করায় স্থানীয় সঙ্গীতপ্রেমীদের মধ্যে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। #