মহাদেবপুর দর্পণ, এম,রইচ উদ্দিন, পোরশা (নওগাঁ), ২৪ জানুয়ারী ২০২০ :
শুক্রবার বেলা ১১ টায় নওগাঁর পোরশা উপজেলার সরাইগাছী মোড়ে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশের দলীয় কার্যালয়ে সংগঠনের ছাত্র আন্দোলনের সম্মেলনের আয়োজন করা হয়।
সংগঠনের পোরশা উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব তৈয়ব শাহ্ চৌধুরী এতে প্রধান অতিথি এবং নওগাঁ জেলা শাখার সভাপতি আহমাদ শাফী প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন।
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন পোরশা উপজেলা শাখার সভাপতি সেলিম রেজা এতে সভাপতিত্ব করেন।
সম্মেলনে ইমলামী শাসনতন্ত্র আন্দোলন পোরশা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাও: নুরুল ইসলাম, মোজাহিদ কমিটির সভাপতি মাও: ওমর আলী সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলনে জেবায়ের হোসেনকে সভাপতি ও আব্দুল হামিদকে সেক্রেটরী করে উপজেলা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বাংলাদেশের ১৫সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। #