প্রকাশের সময় :
১১:৫৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
৮০৪
মহাদেবপুর দর্পণ, মাহবুবুজ্জামান সেতু, স্টাফ রিপোর্টার, মান্দা (নওগাঁ), ২৫ জুলাই ২০২৫ :
দেশের প্রখ্যাত শিল্পপতি যায়যায়দিন পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি ও প্রকাশক সাঈদ হোসেন চৌধুরীর আত্মার মাগফিরাত কামনায় নওগাঁর মান্দায় দোওয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) বাদ জুম্মা উপজেলার সতীহাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদে যায়যায়দিনের মান্দা প্রতিনিধি সাংবাদিক মাহবুবুজ্জামান সেতু এর আয়োজন করেন। দোওয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা রুহুল আমিন।
দোওয়া মাহফিলে মরহুম সাঈদ হোসেন চৌধুরীর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
উল্লেখ্য, গত ১৫ জুলাই বেলা ১১টা ১০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। পরদিন বাদ আসর ও বাদ মাগরিব পৃথক নামাজে জানাজা শেষে রাজধানীর পরীবাগে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের পাশে তাকে দাফন করা হয়।
সাঈদ হোসেন চৌধুরী ছিলেন এইচআরসি ফ্যামিলি অব কোম্পানিজের চেয়ারম্যান, ওয়ান ব্যাংকের প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান, দৈনিক নিউ এজ এবং ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেডের চেয়ারম্যান। চা শিল্পসহ ব্যাংক, বীমা, মিডিয়া, আইটি, পর্যটন, শিপিং, কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ ইত্যাদি খাতে তার অসামান্য অবদান রয়েছে।
তিনি ছিলেন ক্লিভডন ও দিলদারপুর নামে দুটি চা-বাগানের মালিক এবং দেশের অন্যতম চা রপ্তানিকারক প্রতিষ্ঠান এইচআরসি গ্রুপের কর্ণধার। তার গৃহীত সামাজিক উদ্যোগ এবং দারিদ্র্য বিমোচন, স্বাস্থ্য ও শিক্ষাবিষয়ক কর্মসূচি প্রশংসিত হয়েছে দেশ-বিদেশে।
মরহুম সাঈদ হোসেন চৌধুরী স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মেজো ভাই সাদেক হোসেন চৌধুরী মাল্টিড্রাইভ গ্রুপের চেয়ারম্যান এবং ছোট ভাই সাবের হোসেন চৌধুরী সাবেক মন্ত্রী ও কর্ণফুলী গ্রুপের চেয়ারম্যান। তার পিতা ভাষাসৈনিক ও শিল্পপতি হেদায়েত হোসেন চৌধুরী এবং মাতা ছিলেন সমাজসেবী রাশিদা হোসেন চৌধুরী।