প্রকাশের সময় :
০২:১৫:৩১ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
৮০৬
মহাদেবপুর দর্পণ, এম রইচ উদ্দিন, স্টাফ রিপোর্টার, পোরশা (নওগাঁ), ২৩ জুলাই ২০২৫ :
নওগাঁর পোরশা থানা পুলিশ স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে। তারা হলেন, উপজেলার সদর নিতপুর ইউনিয়নের শিতলী ডাঙ্গাপাড়া গ্রামের আব্দুল হাই (৬০) ও তার দ্বিতীয় স্ত্রী মোমেনা বেগম ফেলানী (৩৫)। বুধবার (২৩ জুলাই) সকালে তাদের বাড়ির শোবার ঘর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
পোরশা থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহ্ আলম সরদার জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্ত্রীর মরদেহ ঘরের মেঝেতে আর স্বামীর মরদেহ ঘরের ফ্যানের হুকের সাথে দড়ি দিয়ে ফাঁস দেয়া অবস্থায় ঝুলতে দেখতে পান। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। ধারনা করা হচ্ছে যে, পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে শ^াসরোধে হত্যা করে স্বামী নিজে আত্মহত্যা করেছেন।
এব্যাপারে থানায় একটি সাধারণ ডায়রি এন্ট্রি করা হয়েছে। ইন্সপেক্টর শাহ্ আলম জানান, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।