নওগাঁ ০২:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

সাপাহারে ন্যয়ের পক্ষে বন্ধু সুলভ জনবান্ধব ওসি আব্দুল হাই নিউটন

Spread the love

মহাদেবপুর দর্পণ, সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ), ১৯ সেপ্টেম্বর ২০১৯ :

আইনী সেবা প্রত্যাশিদের ভরসা স্থান থানা। কিন্তু থানা মানেই ভুক্তভোগীদের হয়রানি ও টাকা আদায়ের কারখানা, টাকা ছাড়া থানায় কোন কাজ হয়না এমন ধারণা জনসাধারণের দীর্ঘদিন ধরে।

সেই ধারণা পাল্টে দিয়েছেন নওগাঁ জেলার সীমান্তববর্তী সাপাহার থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল হাই নিউটন।

তিনি এ থানায় যোগদানের পর থেকে থানায় সেবা নিতে আসা লোকজন টাকা ছাড়াই নির্বিঘেœ সাধারণ ডাইরি (জিডি), অভিযোগ ও মামলা লেখা বা অন্তর্ভুক্ত করতে পারছেন।

ওসি আব্দুল হাই নিউটন এর সেবা প্রদানের সহযোগিতায় আইনী সেবা নিতে আসা ভুক্তভোগী মানুষ ভরসা ও শান্তির নীড় খুজে পেয়েছেন সাপাহার থানায়।

এখানকার শান্তি প্রিয় মানষেরা বলছেন, সাপাহার থানা আইনী সেবা কেন্দ্রে পরিণত হয়েছে। দূর্বার গতি’তে এগিয়ে যাচ্ছে সেবা প্রদানের শীর্ষে। আইনী সেবা জনসাধারণের মনের আঙ্গিনায় পৌঁছে দিতে দিন রাত কাজ করে যাচ্ছেন ওসি আব্দুল হাই নিউটন। আইনী সেবা প্রদানে আন্তরিকতায় অনন্য দৃষ্টান্ত হিসেবে, কাজের স্বচ্ছতা ও জবাব দিহিতার জন্য দিন রাত কাজকরে যাচ্ছেন প্রজাতন্ত্রের কর্মচারী, ন্যয়ের পক্ষে বন্ধু সুলভ আচরণে জনবান্ধব ওসি আব্দুল হাই নিউটন।

ইতিমধ্যে পুলিশী সেবা প্রদানে আব্দুল হাই নিউটন নানান কাজে আনেক প্রশংসা সহ সম্মান ও সুনাম কুড়িয়েছেন।

দালাল ধরে এখন আর কাউকে থানায় আসতে হয়না। টাকা দিতে হয়না আইনী সেবা নিতে আসা জনসাধারণকে। সেবা প্রত্যাশীদের ন্যয়ের পে সহযোগিতা করার জন্য থানার সকল অফিসার সহ ষ্টাফদের দিক নির্দেশনা দিয়েছেন তিনি।

ওসি নিজেই থানায় আসা ভুক্তভোগীদের পুলিশী ও আইনী সেবা এবং বিভিন্ন পরামর্শমূলক দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন প্রতিনিয়তই।

কোন দালাল বা পুলিশ সদস্যদেরকে কোন রকম টাকা পয়সা না দিতে ভুক্তভোগীদের বারংবার সতর্ক করে দিয়েছেন তিনি।

একান্ত সাাৎকারে ওসি বলেন, নওগাঁয় নবাগত পুলিশ সুপার মহোদয় একজন জনবান্ধব পুলিশ সুপার। তার বিশেষ উদ্যোগে সাপাহার থানা সহ জেলা’র প্রতিটি থানায় আইনী সেবা নিতে আসা সকলের জন্য শুভেচ্ছা স্বরুপ চকলেট প্রদানের জন্য ওসি এবং ডিউটি অফিসারের কার্যালয়ে চকলেট রাখার পরামর্শ প্রদান করেন।

ওসি বলেন, জনসাধারণের আইনী সেবা সু-নিশ্চিত করে পুলিশ বাহিনীর উপর পূর্ণ আস্থা অব্যহত রাখতে বিভিন্ন উদ্যোগ নেয়া হচ্ছে। #

আপলোডকারীর তথ্য

সাপাহারে ন্যয়ের পক্ষে বন্ধু সুলভ জনবান্ধব ওসি আব্দুল হাই নিউটন

প্রকাশের সময় : ১০:৩৪:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৯
Spread the love

মহাদেবপুর দর্পণ, সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ), ১৯ সেপ্টেম্বর ২০১৯ :

আইনী সেবা প্রত্যাশিদের ভরসা স্থান থানা। কিন্তু থানা মানেই ভুক্তভোগীদের হয়রানি ও টাকা আদায়ের কারখানা, টাকা ছাড়া থানায় কোন কাজ হয়না এমন ধারণা জনসাধারণের দীর্ঘদিন ধরে।

সেই ধারণা পাল্টে দিয়েছেন নওগাঁ জেলার সীমান্তববর্তী সাপাহার থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল হাই নিউটন।

তিনি এ থানায় যোগদানের পর থেকে থানায় সেবা নিতে আসা লোকজন টাকা ছাড়াই নির্বিঘেœ সাধারণ ডাইরি (জিডি), অভিযোগ ও মামলা লেখা বা অন্তর্ভুক্ত করতে পারছেন।

ওসি আব্দুল হাই নিউটন এর সেবা প্রদানের সহযোগিতায় আইনী সেবা নিতে আসা ভুক্তভোগী মানুষ ভরসা ও শান্তির নীড় খুজে পেয়েছেন সাপাহার থানায়।

এখানকার শান্তি প্রিয় মানষেরা বলছেন, সাপাহার থানা আইনী সেবা কেন্দ্রে পরিণত হয়েছে। দূর্বার গতি’তে এগিয়ে যাচ্ছে সেবা প্রদানের শীর্ষে। আইনী সেবা জনসাধারণের মনের আঙ্গিনায় পৌঁছে দিতে দিন রাত কাজ করে যাচ্ছেন ওসি আব্দুল হাই নিউটন। আইনী সেবা প্রদানে আন্তরিকতায় অনন্য দৃষ্টান্ত হিসেবে, কাজের স্বচ্ছতা ও জবাব দিহিতার জন্য দিন রাত কাজকরে যাচ্ছেন প্রজাতন্ত্রের কর্মচারী, ন্যয়ের পক্ষে বন্ধু সুলভ আচরণে জনবান্ধব ওসি আব্দুল হাই নিউটন।

ইতিমধ্যে পুলিশী সেবা প্রদানে আব্দুল হাই নিউটন নানান কাজে আনেক প্রশংসা সহ সম্মান ও সুনাম কুড়িয়েছেন।

দালাল ধরে এখন আর কাউকে থানায় আসতে হয়না। টাকা দিতে হয়না আইনী সেবা নিতে আসা জনসাধারণকে। সেবা প্রত্যাশীদের ন্যয়ের পে সহযোগিতা করার জন্য থানার সকল অফিসার সহ ষ্টাফদের দিক নির্দেশনা দিয়েছেন তিনি।

ওসি নিজেই থানায় আসা ভুক্তভোগীদের পুলিশী ও আইনী সেবা এবং বিভিন্ন পরামর্শমূলক দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন প্রতিনিয়তই।

কোন দালাল বা পুলিশ সদস্যদেরকে কোন রকম টাকা পয়সা না দিতে ভুক্তভোগীদের বারংবার সতর্ক করে দিয়েছেন তিনি।

একান্ত সাাৎকারে ওসি বলেন, নওগাঁয় নবাগত পুলিশ সুপার মহোদয় একজন জনবান্ধব পুলিশ সুপার। তার বিশেষ উদ্যোগে সাপাহার থানা সহ জেলা’র প্রতিটি থানায় আইনী সেবা নিতে আসা সকলের জন্য শুভেচ্ছা স্বরুপ চকলেট প্রদানের জন্য ওসি এবং ডিউটি অফিসারের কার্যালয়ে চকলেট রাখার পরামর্শ প্রদান করেন।

ওসি বলেন, জনসাধারণের আইনী সেবা সু-নিশ্চিত করে পুলিশ বাহিনীর উপর পূর্ণ আস্থা অব্যহত রাখতে বিভিন্ন উদ্যোগ নেয়া হচ্ছে। #