নওগাঁ ০৪:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

মহাদেবপুরে ডাকাতির বিরুদ্ধে পুলিশের রুদ্ধশ্বাস অভিযান, ট্রাক উল্টে নিহত ১

মহাদেবপুর দর্পণ, মহাদেবপুর (নওগাঁ), ২০ মার্চ ২০২৫ : ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাক

মহাদেবপুর দর্পণ, কাজী সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ২০ মার্চ ২০২৫ :
ফিল্মী স্টাইলে রাতভর রুদ্ধশ্বাস অভিযান শেষে অবশেষে ডাকাতির অভিযোগে অভিযুক্তরা ট্রাকযোগে পালানোর সময় পুলিশের ধাওয়ায় ট্রাক উল্টে একজন নিহত ও দুইজন আহত হয়েছে। নিহত ট্রাক ড্রাইভার দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার হরিনাথপুর নামা কাঠাল গ্রামের মৃত রমজান আলীর ছেলে মিজানুর রহমান (৪৮) এবং আহত নওগাঁর মহাদেবপুর উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ হোসেনপুর গ্রামের মৃত শাহীন হোসেনের ছেলে রুবেল হোসেন (৩১) ও বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার গারিদহ পোড়া বাড়ি সোবহানপুর গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে মাসুম হোসেন (৩২)। পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে এবং আহতদের আটক করেছে। বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সকলের সাথে কথা বলে জানা গেছে, নওগাঁ জেলা পুলিশের কাছে গোপন সূত্রে পাওয়া তথ্য ছিল যে, রাতে ট্রাকযোগে একদল লোক মহাদেবপুর উত্তরগ্রামে ডাকাতি করতে ঢুকবে। নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম এর নির্দেশে তথ্য প্রযুক্তি ব্যবহার করে পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার গাজীউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম বৃহস্পতিবার রাত ১১টায় মহাদেবপুর উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নে অভিযান চালায়। কিন্তু সেখানে না পেয়ে থানা পুলিশের ৬টি টিম ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিপন হোসেনের নেতৃত্বে ১০টি মোটরসাইকেলের ভলান্টিয়ার টিমের সহযোগিতা নিয়ে উপজেলার বিভিন্ন পয়েন্টে অভিযান চালায়। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজার নেতৃত্বে সেকেন্ড অফিসার এসআই আসাদুজ্জামান ও এসআই শহীদুল ইসলাম এনায়েতপুর ইউনিয়নের পীরগঞ্জ বাজারে অভিযান চালান।
সেখানে না পেয়ে ফেরার পথে এই ইউনিয়নের মুগরইল গ্রামের লোকেরা জানান যে, সেখানকার শ্রী সুশীল বর্ম্মণের ছেলে বিপুল বর্ম্মণের বাড়ি থেকে একটি গরু ও দুইটি ছাগল ডাকাতি করে নিয়ে একটি ট্রাকযোগে পালিয়ে যায়। পুলিশের দলটি নজিপুর-মহাদেবপুর-নওগাঁ পাকা সড়ক দিয়ে আসার সময় চকহরিবল্লভ গুচ্ছগ্রামের সামনে জটলা করা গ্রামবাসী জানান, সেখানে ডাকাতির চেষ্টা করার সময় জানতে পেরে গ্রামবাসী তাদের ইটপাটকেল নিক্ষেপ করলে তারা একটু আগে ট্রাকযোগে পালিয়ে যায়। পুলিশের অপর টিম এসময় মহাদেবপুর মাছের মোড়ে টুল ফেলে বেরিকেট দেয়। কিন্তু পুলিশের ধাওয়া খেয়ে ওই ট্রাক বেরিকেট ভেঙ্গে বামে ঘুরে মাতাজি রোডে যায়। ছাত্রদলের ভলান্টিয়ার টিম তাদের পিছু নেয়। পুলিশের পিকআপ সে রাস্তায় গিয়ে দ্রুতগামী ট্রাকটিকে হারিয়ে ফেলে।
এসময় ভলান্টিয়ারদের দেয়া তথ্যে পুলিশ নাটশাল ব্রিজ মোড়ে ডাইনে ঘুরে কাঁচা রাস্তায় যায়। রাস্তায় প্রচন্ড ধূলায় ভলান্টিয়ারদের মোটরসাইকেল আর এগুতে পারেনি। রিস্ক নিয়ে পুলিশের পিকআপ সে উঁচু নিচু কাঁচা রাস্তায় ঘন্টায় ১৪০ কিলোমিটার বেগে চালিয়ে বড় ট্রাকটিকে ধাওয়া করে। ট্রাক বচনা ব্রিজের কাছে আবার মহাদেবপুর-নওগাঁ সড়কে উঠে নওগাঁর দিকে যায়। বিষয়টি অন্যদের জানালে অতিরিক্ত পুলিশ সুপার গাজীউর রহমান ও নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম সিদ্দিকীর নেতৃত্বে পুলিশের একটি টিম নওহাটা মোড়ে ড্রাম ট্রাক দিয়ে রাস্তায় শক্ত বেকিকেট দেয়। কিন্তু অভিযুক্ত ট্রাকটি এগুলোর বাম পাশ দিয়ে দোকানের বারান্দা ও বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে ফেলে দ্রুত পালিয়ে যায়।
এরপর পুলিশের আর একটি টিম নওগাঁ শহরের বাইপাশ সড়কের শুরুতে আব্দুল জলিল স্কোয়ারেও বেরিকেট দেয়। কিন্তু সে বেরিকেডও ভেঙ্গে ফেলে বাইপাশ সড়ক দিয়ে দ্রুত এগিয়ে যায় ট্রাকটি। তারা পুলিশকে ওভারটেক করার সুযোগ দিলেও পুলিশ সে ফাঁদে পা না দিয়ে তাদের পিছু পিছু ধাওয়া করতে থাকে। এসময় রাস্তার কার্লভার্টগুলোর উঁচু অংশে দ্রুত গাড়ি উঠলে কয়েক ফুট লাফিয়ে ওঠতে থাকে। অবশেষে ভোর ৪টায় নওগাঁ শিবপুরে ট্রাকটি এরকম একটি কার্লভার্ট পার হবার সময় রাস্তার পাশে উল্টে যায়। ড্রাইভার ট্রাকের নিচে চাপা পড়ে। অন্য দুজন পালানোর চেষ্টা করলে কাদাপানি ভেঙ্গে পুলিশ তাদের আটক করে।
তাদেরকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে ড্রাইভারের মৃত্যু হয়। অন্যদের পুলিশী পাহারায় চিকিৎসা দেয়া হয়। সমাপ্তি ঘটে দীর্ঘ ৫ ঘন্টার পুলিশী রুদ্ধশ্বাস সফল অভিযানের।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজা জানান, ডাকাতির ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আপলোডকারীর তথ্য

সর্বোচ্চ পঠিত

মহাদেবপুরে ডাকাতির বিরুদ্ধে পুলিশের রুদ্ধশ্বাস অভিযান, ট্রাক উল্টে নিহত ১

প্রকাশের সময় : ০৪:১০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
মহাদেবপুর দর্পণ, কাজী সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ২০ মার্চ ২০২৫ :
ফিল্মী স্টাইলে রাতভর রুদ্ধশ্বাস অভিযান শেষে অবশেষে ডাকাতির অভিযোগে অভিযুক্তরা ট্রাকযোগে পালানোর সময় পুলিশের ধাওয়ায় ট্রাক উল্টে একজন নিহত ও দুইজন আহত হয়েছে। নিহত ট্রাক ড্রাইভার দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার হরিনাথপুর নামা কাঠাল গ্রামের মৃত রমজান আলীর ছেলে মিজানুর রহমান (৪৮) এবং আহত নওগাঁর মহাদেবপুর উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ হোসেনপুর গ্রামের মৃত শাহীন হোসেনের ছেলে রুবেল হোসেন (৩১) ও বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার গারিদহ পোড়া বাড়ি সোবহানপুর গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে মাসুম হোসেন (৩২)। পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে এবং আহতদের আটক করেছে। বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সকলের সাথে কথা বলে জানা গেছে, নওগাঁ জেলা পুলিশের কাছে গোপন সূত্রে পাওয়া তথ্য ছিল যে, রাতে ট্রাকযোগে একদল লোক মহাদেবপুর উত্তরগ্রামে ডাকাতি করতে ঢুকবে। নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম এর নির্দেশে তথ্য প্রযুক্তি ব্যবহার করে পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার গাজীউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম বৃহস্পতিবার রাত ১১টায় মহাদেবপুর উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নে অভিযান চালায়। কিন্তু সেখানে না পেয়ে থানা পুলিশের ৬টি টিম ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিপন হোসেনের নেতৃত্বে ১০টি মোটরসাইকেলের ভলান্টিয়ার টিমের সহযোগিতা নিয়ে উপজেলার বিভিন্ন পয়েন্টে অভিযান চালায়। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজার নেতৃত্বে সেকেন্ড অফিসার এসআই আসাদুজ্জামান ও এসআই শহীদুল ইসলাম এনায়েতপুর ইউনিয়নের পীরগঞ্জ বাজারে অভিযান চালান।
সেখানে না পেয়ে ফেরার পথে এই ইউনিয়নের মুগরইল গ্রামের লোকেরা জানান যে, সেখানকার শ্রী সুশীল বর্ম্মণের ছেলে বিপুল বর্ম্মণের বাড়ি থেকে একটি গরু ও দুইটি ছাগল ডাকাতি করে নিয়ে একটি ট্রাকযোগে পালিয়ে যায়। পুলিশের দলটি নজিপুর-মহাদেবপুর-নওগাঁ পাকা সড়ক দিয়ে আসার সময় চকহরিবল্লভ গুচ্ছগ্রামের সামনে জটলা করা গ্রামবাসী জানান, সেখানে ডাকাতির চেষ্টা করার সময় জানতে পেরে গ্রামবাসী তাদের ইটপাটকেল নিক্ষেপ করলে তারা একটু আগে ট্রাকযোগে পালিয়ে যায়। পুলিশের অপর টিম এসময় মহাদেবপুর মাছের মোড়ে টুল ফেলে বেরিকেট দেয়। কিন্তু পুলিশের ধাওয়া খেয়ে ওই ট্রাক বেরিকেট ভেঙ্গে বামে ঘুরে মাতাজি রোডে যায়। ছাত্রদলের ভলান্টিয়ার টিম তাদের পিছু নেয়। পুলিশের পিকআপ সে রাস্তায় গিয়ে দ্রুতগামী ট্রাকটিকে হারিয়ে ফেলে।
এসময় ভলান্টিয়ারদের দেয়া তথ্যে পুলিশ নাটশাল ব্রিজ মোড়ে ডাইনে ঘুরে কাঁচা রাস্তায় যায়। রাস্তায় প্রচন্ড ধূলায় ভলান্টিয়ারদের মোটরসাইকেল আর এগুতে পারেনি। রিস্ক নিয়ে পুলিশের পিকআপ সে উঁচু নিচু কাঁচা রাস্তায় ঘন্টায় ১৪০ কিলোমিটার বেগে চালিয়ে বড় ট্রাকটিকে ধাওয়া করে। ট্রাক বচনা ব্রিজের কাছে আবার মহাদেবপুর-নওগাঁ সড়কে উঠে নওগাঁর দিকে যায়। বিষয়টি অন্যদের জানালে অতিরিক্ত পুলিশ সুপার গাজীউর রহমান ও নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম সিদ্দিকীর নেতৃত্বে পুলিশের একটি টিম নওহাটা মোড়ে ড্রাম ট্রাক দিয়ে রাস্তায় শক্ত বেকিকেট দেয়। কিন্তু অভিযুক্ত ট্রাকটি এগুলোর বাম পাশ দিয়ে দোকানের বারান্দা ও বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে ফেলে দ্রুত পালিয়ে যায়।
এরপর পুলিশের আর একটি টিম নওগাঁ শহরের বাইপাশ সড়কের শুরুতে আব্দুল জলিল স্কোয়ারেও বেরিকেট দেয়। কিন্তু সে বেরিকেডও ভেঙ্গে ফেলে বাইপাশ সড়ক দিয়ে দ্রুত এগিয়ে যায় ট্রাকটি। তারা পুলিশকে ওভারটেক করার সুযোগ দিলেও পুলিশ সে ফাঁদে পা না দিয়ে তাদের পিছু পিছু ধাওয়া করতে থাকে। এসময় রাস্তার কার্লভার্টগুলোর উঁচু অংশে দ্রুত গাড়ি উঠলে কয়েক ফুট লাফিয়ে ওঠতে থাকে। অবশেষে ভোর ৪টায় নওগাঁ শিবপুরে ট্রাকটি এরকম একটি কার্লভার্ট পার হবার সময় রাস্তার পাশে উল্টে যায়। ড্রাইভার ট্রাকের নিচে চাপা পড়ে। অন্য দুজন পালানোর চেষ্টা করলে কাদাপানি ভেঙ্গে পুলিশ তাদের আটক করে।
তাদেরকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে ড্রাইভারের মৃত্যু হয়। অন্যদের পুলিশী পাহারায় চিকিৎসা দেয়া হয়। সমাপ্তি ঘটে দীর্ঘ ৫ ঘন্টার পুলিশী রুদ্ধশ্বাস সফল অভিযানের।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজা জানান, ডাকাতির ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।