নওগাঁর মহাদেবপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ফার্মেসী মালিকের ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আরা এ অভিযান পরিচালনা করেন।
সংশ্লিষ্টরা জানান, ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার সময় ফিজিশিয়ানস্ স্যাম্পল ওষুধ বিক্রির জন্য মজুদ রাখায় ওষুধ ও কমমেটিকস আইন ২০২৩ এর ৪০ (গ) ধারায় উপজেলা সদরের হাসপাতাল এলাকার মেসার্স অধিকারী ফার্মেসীর মালিক শ্রীরামপুর গ্রামের যোগেশ চন্দ্র অধিকারীর ছেলে শ্রী ইন্দ্রজিত অধিকারীর তিন হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ মজুদ রাখায় একই আইনের ৪০ (খ) ধারায় আলেয়া ফার্মেসীর মালিক খোর্দকালনা গ্রামের মৃত নাসের আলী মন্ডলের ছেলে রফিকুল ইসলামের পাঁচ হাজার টাকা ও মেসার্স মহি মেডিকেল স্টোরের মালিক মহাদেবপুর ঘোষপাড়ার সিরাজুল ইসলামের ছেলে জহুরুল ইসলামের তিন হাজার টাকা জরিমানা করা হয়।