নওগাঁ
০৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
প্রচ্ছদ
মহাদেবপুর
নওগাঁ
সাপাহার
পত্নীতলা
পোরশা
নিয়ামতপুর
বদলগাছী
মান্দা
রাণীনগর
আত্রাই
ধামইরহাট
ইপেপার
আন্তর্জাতিক
এ সপ্তাহের খুৎবা
ও আমার দেশের মাটি
খেলাধুলা
জাতীয়
নওগাঁ জেলা
আত্রাই
ধামইরহাট
নওগাঁ সদর
নিয়ামতপুর
পত্নীতলা
পোরশা
বদলগাছী
মহাদেবপুর
মান্দা
রাণীনগর
সাপাহার
নিরাপদ সড়ক চাই
বাতায়ন
বিনোদন
মাদককে না বলো
মানুষ মানুষের জন্য
মিডিয়া
যারা এই দেশটাকে ভালবেসে দিয়ে গেছে প্রাণ
রাজনীতি
লিড নিউজ
সম্পাদকীয়
স্পেশাল দর্পণ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##
প্রচ্ছদ
ও আমার দেশের মাটি
,
পোরশা
বিলুপ্তির পথে পোরশার ঐতিহ্যবাহী মৃৎশিল্প
বিলুপ্তির পথে পোরশার ঐতিহ্যবাহী মৃৎশিল্প
মহাদেবপুর দর্পণ ডেস্ক
প্রকাশের সময় : ০১:০২:২৭ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
৮০০
Spread the love
মহাদেবপুর দর্পণ, এম রইচ উদ্দিন, স্টাফ রিপোর্টার, পোরশা (নওগাঁ), ১১ জানুয়ারি ২০২৫ :
তৈজসপত্রে আধুনিকতার ছোঁয়ায় বিলুপ্তি পথে নওগাঁর পোরশা নিতপুরের ঐতিহ্যবাহী মৃৎশিল্প। মাটির তৈরী জৈসপত্রের স্থান দখল করে নিয়েছে প্লাস্টিক, মেলামাইন, সিরামিক, স্টিল ও অ্যালুমিনিয়াম সহ বিভিন্ন ধাতব দ্রব্যের তৈরি নানা রকম আধুনিক তৈজসপত্র। মানুষের রুচির পরিবর্তন চাহিদা কম, কাঁচামালের দুস্প্রাপ্যতা, বেশি দাম ও পুঁজির অভাবে বাজার প্রতিযোগিতায় টিকতে না পারার ফলে বিলুপ্ত হতে চলেছে এই মৃৎশিল্প।
মৃৎশিল্পের জন্য উপজেলার সদরের নিতপুর পালপাড়া একসময় ব্যাপক পরিচিত ছিল। কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে আজ তা বিলীন হতে চলেছে। এখন চলছে এ পেশার আকাল। হয়তো একসময় বাস্তবে এ পেশার লোকজন থাকবেনা, থাকবেনা মৃৎশিল্পের অস্তিত্ব।
সরেজমিনে নিতপুর পালপাড়ায় গিয়ে দেখা গেছে, মৃৎশিল্পের কারিগররা এখন অনেকেই বাপদাদার এ পেশা ছেড়ে দিয়ে কেউ চার্জার ভ্যানসহ বিভিন্ন যানবাহন চালিয়ে, আবার কেউ দিনমজুরের কাজ করে সংসার চালাচ্ছেন। যারা এখনও এ পেশার সাথে জড়িত তারা অনেকেই আধুনিক শিক্ষা, চিকিৎসাসহ আধুনিক জীবনযাত্রার সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। মৃৎশিল্পী মৃত ভোরন পালের ছেলে নারায়ন পাল জানান, বর্তমান সময়ে মানুষের সাংসারিক জীবনে মৃৎশিল্পের খুব একটা ভূমিকা রাখেনা। একসময় ছিল ঘন্টায় কলস বিক্রি হতো ৫০০টি এখন দুই মাসে ২০টি কলস বিক্রি হয় না। তাদের তিন ভাইয়ের পরিবারে ২৪জন সদস্য। এ ব্যবসায় দিয়ে তাদের ভোরন-পোষন ঠিকমত করতে পারছেন না বলে তিনি জানান। বতর্মানে এ কাজের সাথে ২০ঘরের লোকজন জড়িত আছে বলেও তারা জানান।
একইপাড়ার মৃত বিশ্বনাথ পালের ছেলে লাল বিহারী পাল জানান, বর্তমানে তাদের ব্যবসায় খুব শোচনীয়ভাবে চলছে। একটা সময় ছিল যখন মাটির তৈরি হাঁড়ি-পাতিল, থালা-বাসন, ঘটি, সরাই, কলস, পয়সা জমানোর ব্যাংক, পুতুল ইত্যাদি তৈজসপত্রের বিকল্প ছিল না। সরকারি সযোগ-সুবিধা না পাওয়াসহ বিভিন্ন বেসরকারি সংস্থার ঋণ প্রদানে অনীহা এবং পৃষ্ঠপোষকতা না পাওয়ায় তারা কষ্টে সংসার চালাচ্ছেন। এতে তারা সংসার জীবনে ও ব্যবসায় টিকতে পারছেন না। ফলে বাপদাদার এই পেশা ছেড়ে তারা অনেকে অন্য পেশার দিকে ঝুঁকে পড়েছেন। তিনি আরো জানান, আগে মৃৎশিল্পের তৈজসপত্র তৈরীতে মাটি কিনতে হতো না। রঙ, যন্ত্রপাতি ও জ্বালানি ছিল সহজলভ্য। বর্তমানে এসব প্রয়োজনীয় উপকরণের দাম বেশী এবং মাটি ক্রয় করার কারণে তারা ব্যবসা পরিচালনা ও মাটির জিনিস তৈরীতে হিমশিম খাচ্ছেন।
এসব কারণে পোরশার মৃৎশিল্পের ঐতিহ্য আজ বিলুপ্ত হতে চলেছে। এই ঐতিহ্যকে ধরে রাখার ব্যাপারে কারো কোনো উদ্যেগ নেই। ভবিষ্যতে তারা এ শিল্পের মাধ্যমে তারা যেমন তাদের পরিবার ও দেশের একটি ঐতিহ্য ধরে রাখতে পারবেন। তেমনি মৃতশিল্প সভ্যতায় স্মরণীয় হয়ে থাকবে এ পেশাটি। আর এর মাঝে অতিতের অনেক ইতিহাস খুঁজে পাবে ভবিষ্যৎ প্রজন্ম বলে মনে করছেন স্থানীয় পালরা।
এবিষয়ে জানতে চাইলে পোরশা উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফ আদনান বলেন, মৃৎশিল্প এটা আমাদের ঐতিহ্য। এই এলাকায় এটা আমাদের ধারন করতে হবে। অতিতে এদের জন্য কি করা হয়েছে তা বলতে পারবো না। তবে এখন কোন অনুদান আসলে তাদেরকে দেওয়ার ব্যবস্থা করবেন বলে তিনি জানান। #
আপলোডকারীর তথ্য
সকল নিউজ দেখুন
এ জাতীয় আরো খবর
মহাদেবপুরে বাগানের তিনশ’ ফলন্ত মাল্টা গাছ কেটে বিনষ্ট
স্টপ সুইসাইড : পোরশায় কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
পত্নীতলায় আগাছানাশকে পুড়ে দেয়া হলো তিন বিঘা জমির ধান
পোরশায় মাধ্যমিক শিক্ষা পরিবারের মানবন্ধন
শাহিন রেজা পোরশার নতুন ওসি
পোরশায় এয়ার ট্রাভেল এজেন্সি উদ্বোধন
সর্বোচ্চ পঠিত
মহাদেবপুরে বাগানের তিনশ’ ফলন্ত মাল্টা গাছ কেটে বিনষ্ট
মহাদেবপুরে ছাত্রদলের প্রীতি ফুটবল ম্যাচ
মহাদেবপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
মহাদেবপুরে ইউসিবি এজেন্ট ব্যাংকিংয়ের শাখা উদ্বোধন
মহাদেবপুরে ফটোসেশনেই শেষ জাতীয় সমাজসেবা দিবস
সর্বেশষ সংবাদ
মহাদেবপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফুটবল টুর্নামেন্ট
বিলুপ্তির পথে পোরশার ঐতিহ্যবাহী মৃৎশিল্প
মহাদেবপুরে স্কুলের সদস্য পদ নিয়ে যুবদল-কৃষকদল নেতার মারামারি
মহাদেবপুরে ফটোসেশনেই শেষ জাতীয় সমাজসেবা দিবস
মহাদেবপুরে ইউসিবি এজেন্ট ব্যাংকিংয়ের শাখা উদ্বোধন