প্রকাশের সময় :
০৭:৫৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
৮২৭
মহাদেবপুর দর্পণ, মহাদেবপুর (নওগাঁ), ২৫ ডিসেম্বর ২০২৪ : আটক আব্দুল্লাহ আল মামুন, আশ্রয়দাতা নাহিদ মোস্তফা ও এই বাড়ি থেকে গ্রেফতার করা হয়---ছবি : সাঈদ টিটো
Spread the love
মহাদেবপুর দর্পণ, কাজী সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ২৫ ডিসেম্বর ২০২৪ :
নওগাঁর মহাদেবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনকে (৩৪) গ্রেফতার করেছে। তিনি মানিকগঞ্জ জেলার সদর উপজেলার তরা গ্রামের আব্দুল মতিন মোল্লার ছেলে।
সোমবার (২৩ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলা সদরের শিবগঞ্জ মোড়ের একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়। কিন্তু তাকে আশ্রয়দাতা হিসেবে ওই বাড়ির মালিককে আটক করা হয়নি।
মহাদেবপুর থানার এসআই আসাদুজ্জামান জানান, রাতে তার নেতৃত্বে আব্দুল্লাহ আল মামুনকে আটক করা হয়। তার বিরুদ্ধে মানিকগঞ্জ থানায় ৫ আগস্ট পরবর্তী সময়ের একাধিক নাশকতা মামলা রয়েছে। দেশের পট পরিবর্তনের পর থেকে তিনি বিভিন্ন স্থানে পালিয়ে বেরাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে মহাদেবপুরের একটি বাড়ি থেকে আটক করা হয়। পরদিন তাকে মানিকগঞ্জ থানায় পাঠানো হয়।
স্থানীয়রা জানান, ওই বাড়িটি মহাদেবপুর উপজেলার সফাপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও গত নির্বাচনে উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী নাহিদ মোস্তফার। তিনি সেখানে স্বপরিবারে বসবাস করেন। মানিকগঞ্জের ছাত্রলীগের ওই নেতাকে তিনি দীর্ঘদিন ধরে আশ্রয় দিয়ে রেখেছেন। থানা পুলিশ ছাত্রজনতার অভ্যুত্থানে হামলাকারী ওই ছাত্রলীগ নেতাকে আটক করলেও আশ্রয়দাতা হিসেবে নাহিদ মোস্তফাকে আটক করার উদ্যোগ নেয়নি। এনিয়ে এলাকার জনমনে দারুন ক্ষোভের সঞ্চার হয়েছে। তারা অবিলম্বে নাহিদ মোস্তফাকেও গ্রেফতারের দাবি জানান।
জানতে চাইলে এসআই আসাদুজ্জামান জানান, নাহিদ মোস্তফা পলাতক রয়েছেন। কিন্তু স্থানীয়রা জানান, তিনি এলাকাতেই রয়েছেন এবং তার মোবাইলফোনও চালু রয়েছে।