নওগাঁ
০৭:০৪ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
প্রচ্ছদ
মহাদেবপুর
নওগাঁ
সাপাহার
পত্নীতলা
পোরশা
নিয়ামতপুর
বদলগাছী
মান্দা
রাণীনগর
আত্রাই
ধামইরহাট
ইপেপার
আন্তর্জাতিক
এ সপ্তাহের খুৎবা
ও আমার দেশের মাটি
খেলাধুলা
জাতীয়
নওগাঁ জেলা
আত্রাই
ধামইরহাট
নওগাঁ সদর
নিয়ামতপুর
পত্নীতলা
পোরশা
বদলগাছী
মহাদেবপুর
মান্দা
রাণীনগর
সাপাহার
নিরাপদ সড়ক চাই
বাতায়ন
বিনোদন
মাদককে না বলো
মানুষ মানুষের জন্য
মিডিয়া
যারা এই দেশটাকে ভালবেসে দিয়ে গেছে প্রাণ
রাজনীতি
লিড নিউজ
সম্পাদকীয়
স্পেশাল দর্পণ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##
প্রচ্ছদ
মহাদেবপুর
মহাদেবপুরে জলাবদ্ধতা নিরসনে অবশেষে নয় কোটি টাকা ব্যয়ে সড়ক নির্মাণ শুরু
মহাদেবপুরে জলাবদ্ধতা নিরসনে অবশেষে নয় কোটি টাকা ব্যয়ে সড়ক নির্মাণ শুরু
মহাদেবপুর দর্পণ ডেস্ক
প্রকাশের সময় : ০১:১২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
৮১১
সড়ক নির্মাণ উদ্বোধন করেন সওজ এর পত্নীতলা উপ-বিভাগীয় প্রকৌশলী আহসান হাবীব। তার ডানে মহাদেবপুর দর্পণের সম্পাদক কিউ, এম, সাঈদ টিটো ও বাঁমে প্রকাশক কাজী রওশন জাহান
Spread the love
মহাদেবপুর দর্পণ, কাজী সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ২৪ ডিসেম্বর ২০২৪ :
স্থানীয়দের জোড়ালো দাবি ও মানববন্ধনের পর সড়ক ও জনপথ বিভাগ অবশেষে নওগাঁর মহাদেবপুর উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনের প্রধান পাকা সড়কের উপরের জলাবদ্ধতা নিরসনে নতুন সড়ক নির্মাণ শুরু করেছে। এজন্য বরাদ্দ করা হয়েছে নয় কোটি টাকা। রোববার (২২ ডিসেম্বর) সকালে সড়ক ও জনপথ বিভাগ নওগাঁর পত্নীতলা উপ-বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আহসান হাবীব এই নির্মাণ কাজের উদ্বোধন করেন।
এসময় স্থানীয় জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ও ফেসবুক আইডি মহাদেবপুর দর্পণের সম্পাদক কিউ, এম, সাঈদ টিটো এবং এই সড়কের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন পরিচালকারী নারীনেত্রী কাজী রওশন জাহান ও তার সঙ্গীরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, এই প্রকল্পের আওতায় উপজেলা সদরের সবচেয়ে নিচু এবং সড়কের জলাবদ্ধতাপ্রবণ এলাকা মডেল স্কুল মোড় থেকে বকের মোড় পর্যন্ত মোট ৭৫০ মিটার সড়ক চার লেনে আরসিসি ঢালাই দিয়ে নির্মাণ করা হবে। সড়কের দুপাশে দুই লেন ২৪ ফুট করে ৪৮ ফুট চওড়া হবে এবং মাঝখানে ৬ ফুট চওড়া আইল্যান্ড নির্মাণ করা হবে। এছাড়া এই সড়ক এখানকার প্রচলিত সড়কের উচ্চতা থেকে এক ফুট এক ইঞ্চি বেশি উঁচু করা হবে। আগামী ছয় মাসের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত এই প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান রাজশাহীর আমিনুল হক প্রাইভেট লিমিটেডের একজন স্বত্ত্বাধিকারী মিঠু হোসেন বলেন, জনগুরুত্বপূর্ণ এই প্রকল্পের কাজ অত্যন্ত দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করা হবে।
উল্লেখ্য, গত পাঁচ বছর ধরে মহাদেবপুর বকের মোড় থেকে উপজেলা পরিষদের প্রধান গেট হয়ে মডেল স্কুল মোড় পর্যন্ত সড়কের প্রাণিসম্পদ কার্যালয় ও হাসপাতালের সামনের এই সড়কের উপর হাঁটু পানি জমা হয়ে ছিল। সড়কে কয়েকটি বড় গর্ত ও খানা খন্দক সৃষ্টি হওয়ায় এই সড়ক দিয়ে চলাচল করা সব ধরনের যানবাহন দূর্ঘটনার শিকার হয়। প্রতিদিন শতাধিক গাড়ি উল্টে যাত্রীরা পানিতে পড়ে যান। ময়লা দুর্গন্ধযুক্ত পানিতে কাপড় চোপর নষ্ট হয়। এনিয়ে একাধিকবার বিভিন্ন জাতীয় দৈনিক, টিভি ও গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই সড়কের জলাবদ্ধতা নিরসনে কোনই পদক্ষেপ গ্রহণ করেনি। তাই নিরুপায় হয়ে স্থানীয় জনতার পক্ষে মহাদেবপুর দর্পণ পরিবার গত ১৪ নভেম্বর বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে দেড় শতাধিক নারীসহ স্থানীয় সাংবাদিক ও সুধীজন অংশ নেন। মহাদেবপুর দর্পণ আইডি থেকে মানববন্ধনটি সরাসরি প্রচার করা হয়।
উদ্বোধন শেষে উপ-বিভাগীয় প্রকৌশলী আহসান হাবীব বলেন, জনগণের দাবিকে রাষ্ট্রের কাছে পৌঁছে দেয়ার জন্য সংবাদপত্র একটি কার্যকরি ভূমিকা পালন করে। বিভিন্ন কারণে এই প্রকল্পটি পাশ হতে দেরি হচ্ছিল। মানববন্ধনের খবরটি বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হলে এবং মহাদেবপুর দর্পণে লাইভ প্রচারিত হলে আমরা সেটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নজরে আনি। ফলে প্রকল্পটি অতি দ্রুততার সাথে পাশ হয়েছে। এজন্য তিনি মহাদেবপুর দর্পণ পরিবার ও সংশ্লিষ্ট সংবাদপত্রের প্রতি কৃতজ্ঞতা জানান।
জানা গেছে পট পরিবর্তনের পর বিভিন্ন প্রকল্পে অর্থ ছাড়ের আগে প্রতিটি প্রকল্প পুন যাচাই বাছাই করা হচ্ছে। এতে অনেক প্রকল্প আটকে গেছে।
এই সড়কের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন পরিচালনাকারী নারী নেত্রী কাজী রওশন জাহান দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনের কার্যকর উদ্যোগ নেয়ায় সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে বলেন, এলাকার নানান সমস্যা সমাধানে স্থানীয়দেরই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। মানববন্ধনে অংশগ্রহণকারীদেরও তিনি কৃতজ্ঞতা জানান।
আপলোডকারীর তথ্য
সকল নিউজ দেখুন
এ জাতীয় আরো খবর
মহাদেবপুরে ফটোসেশনেই শেষ জাতীয় সমাজসেবা দিবস
মহাদেবপুরে ইউসিবি এজেন্ট ব্যাংকিংয়ের শাখা উদ্বোধন
মহাদেবপুরে বাগানের তিনশ’ ফলন্ত মাল্টা গাছ কেটে বিনষ্ট
মহাদেবপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
মহাদেবপুরে ছাত্রদলের প্রীতি ফুটবল ম্যাচ
মহাদেবপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
সর্বোচ্চ পঠিত
মহাদেবপুরে বাগানের তিনশ’ ফলন্ত মাল্টা গাছ কেটে বিনষ্ট
মহাদেবপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
মহাদেবপুরে ছাত্রদলের প্রীতি ফুটবল ম্যাচ
মহাদেবপুরে ফটোসেশনেই শেষ জাতীয় সমাজসেবা দিবস
মহাদেবপুরে ইউসিবি এজেন্ট ব্যাংকিংয়ের শাখা উদ্বোধন
সর্বেশষ সংবাদ
মহাদেবপুরে ফটোসেশনেই শেষ জাতীয় সমাজসেবা দিবস
মহাদেবপুরে ইউসিবি এজেন্ট ব্যাংকিংয়ের শাখা উদ্বোধন
মহাদেবপুরে বাগানের তিনশ’ ফলন্ত মাল্টা গাছ কেটে বিনষ্ট
মহাদেবপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
মহাদেবপুরে ছাত্রদলের প্রীতি ফুটবল ম্যাচ