প্রকাশের সময় :
০৭:০৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪
৯৭৫
মহাদেবপুর দর্পণ, কাজী সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ১ নভেম্বর ২০২৪ :
নওগাঁর মহাদেবপুরে যথাযথ ধর্মীয় মর্যাদায় সাড়ম্বরে সনাতন ধর্মাবলম্বীদের কালিপূজা ও দীপাবলি পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলার বিভিন্ন মন্ডপে পূজা অর্চনা, আলকাপ গান, যাত্রাগান প্রভৃতির আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার চাঁন্দাশ ইউনিয়নের ইছাপুর গ্রামের কালী মন্দিরে আয়োজিত কালীপূজা ও দীপাবলি অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেট প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এসময় মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাশমত আলী, উপজেলা বিএনপির ক্ষুদ্রঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক কিউ, এম, সাঈদ টিটো, চেরাগপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোশাররফ হোসেন জুয়েল, চাঁন্দাশ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, এমদাদুল হক দুলু, বিএনপি নেতা এমদাদুল হক, যুবদল নেতা মাহবুব আলম, এরশাদ আলী প্রমুখ এতে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দানকালে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেট বলেন, এদেশ আমার আপনার সবার। এদেশে সবারই অধিকার রয়েছে শান্তিপূর্ণ সহাবস্থানের। যে যে ধর্মই পালন করি না কেন সকলের এখানে সমঅধিকার। ধর্ম পালন করতে গিয়ে যদি কোন সমস্যার সৃষ্টি হয়, তিনি সাথে সাথেই বিএনপি নেতাকর্মীদের জানানোর আহ্বান জানান।
মহাদেবপুর থানার ওসি হাশমত আলী ধর্মীয় অনুষ্ঠানে নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করা থেকে বিরত থাকার আহ্বান জানান।