প্রকাশের সময় :
১২:৫৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪
৮৫৬
মহাদেবপুর দর্পণ, মান্দা (নওগাঁ), ৩ সেপ্টেম্বর ২০২৪ : পরাণপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ১০ মেম্বারের সংবাদ সম্মেলন---ছবি : মাহবুবুজ্জামান সেতু
Spread the love
মহাদেবপুর দর্পণ, মাহবুবুজ্জামান সেতু, স্টাফ রিপোর্টার, মান্দা (নওগাঁ), ৩ সেপ্টেম্বর ২০২৪ :
নওগাঁর মান্দা উপজেলার পরাণপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান উজ্জলের নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ উত্থাপন করে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন ওই ইউপির নির্বাচিত ১০ জন মেম্বার। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ইউনিয়ন পরিষদ চত্ত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।
ইউপি সদস্য আতাউর রহমান এতে সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন, মেম্বার প্রদীপ কুমার, হাফিজুর রহমান মলিস্নক, আকরাম আলী, তাইজল ইসলাম, ফরহাদ আলী, কামরম্নজ্জামান, আব্দুল্যাহ, সংরক্ষিত মহিলা আসনের মেম্বার সাদিয়া আফরিন ও জয়নুর বেগম।
এসময় ৫নং ওয়ার্ডের মেম্বার আতাউর রহমান বলেন, ‘পরিষদের পুরাতন প্রাচীরে শুধুমাত্র রঙ করে একটি প্রকল্পের দুই লাখ টাকা আত্মসাৎ করেন চেয়ারম্যান মাহফুজুর রহমান উজ্জল। পরিষদ চত্ত্বরে অন্যের দান করা ইট দিয়ে একটি ওয়াক্তিয়া মসজিদ নির্মাণ করা হয়। অথচ ওই মসজিদের অনুকুলে কয়েক দফায় ৫টি প্রকল্প বরাদ্দ দিয়ে অন্তত ১০ লাখ টাকা আত্মসাৎ করেন তিনি।’
‘খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজির চাল নিজস্ব লোকদের দিয়ে কিনে পরে বেশি দামে বাজারে বিক্রি করেন। টিসিবি ও ভিজিডির চাল বিতরণেও ব্যাপক অনিয়ম, এডিপি, টিআর ও কাবিখা প্রকল্পের অনুকুলে বরাদ্দ করা অর্থও নয়ছয় করা হয়েছে। হোল্ডিং ট্যাঙ্ ও ট্রেড লাইসেন্স হতে প্রাপ্ত অর্থ ব্যাংকে জমা না দিয়ে আত্মসাৎ করেন চেয়ারম্যান উজ্জল।’
৮নং ওয়ার্ডের মেম্বার কামরম্নজ্জামান সরদার বলেন, ‘গোপালপুর হাটের উন্নয়নের জন্য ৮ লাখ ৮২ হাজার টাকা বরাদ্দ পাওয়া যায়। হাটের সিসি ক্যামেরা স্থাপন ও ড্রেন নির্মাণ প্রকল্পে আমাকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়। এ দুটি প্রকল্পে বরাদ্দ ছিল ৪ লাখ টাকা। সিসি ক্যামেরা স্থাপনের কাজ সমাপ্ত হলেও ড্রেন নির্মাণ কাজ এখন পর্যন্ত শুরম্ন করা হয়নি। অথচ দুটি প্রকল্পের বরাদ্দ করা ৪ লাখ টাকাই উত্তোলন করা হয়েছে। অবশিষ্ট ৪ লাখ ৮২ হাজার টাকার কোনো হদিস নেই।’
মেম্বার হাফিজুর রহমান মলিস্নক বলেন, ‘চেয়ারম্যান উজ্জ্বল কোনো কাজে মেম্বারদের সম্পৃক্ত করেন না। কাউকে প্রকল্প সভাপতি করা হলেও বলপূর্বক কাগজপত্রে স্বাক্ষর নিয়ে নিজেই টাকা উত্তোলন করেন। নির্বাচিত হওয়ার ৩২ মাস অতিবাহিত হলেও শুধুমাত্র ৮ মাসের সম্মানি ভাতা দেওয়া হয়েছে।’
জানতে চাইলে এসব অভিযোগ অস্বীকার করে পরানপুর ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান উজ্জ্বল বলেন, ‘কমিটি গঠন করে প্রত্যেকটি প্রকল্পের কাজ সমাপ্ত করা হয়েছে। আমি শুধু দেখভাল করেছি। অনিয়ম হয়ে থাকলে তার দায়ভার আমার নয়।’
উলেস্নখ্য, এই ইউনিয়ন পরিষদের অনুকুলে বরাদ্দ করা বিভিন্ন প্রকল্পে অনিয়ম-দুর্নীতির অভিযোগে গত ২২ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার তোপের মুখে ইউপি চেয়ারম্যান পদত্যাগ করেন।