প্রকাশের সময় :
১১:০০:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩
৯০৩
মহাদেবপুর দর্পণ, এম রইচ উদ্দিন, স্টাফ রিপোর্টার, পোরশা (নওগাঁ), ৫ অক্টোবর ২০২৩ :
“কাঙ্খিত শিক্ষার জন্য শিক্ষক, শিক্ষক স্বল্পতা পূরণ বৈশ্বিক অপরিহার্যতা” প্রতিপাদ্যের আলোকে নওগাঁর পোরশায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে উপজেলার গাঙ্গুরিয়া ডিগ্রী কলেজের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে একটি বিশাল বর্ণাঢ্য র্যালি কলেজ থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। কলেজের অধ্যক্ষ ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী এতে নেতৃত্ব দেন।
পরে কলেজ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় উপাধ্যক্ষ শহিদুল ইসলাম সভাপতিত্ব করেন। এসময় বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আনিসুর রহমান, জীববিজ্ঞান বিভাগের প্রভাষক নাসরিন জাহান নিতু ও মাসুদ হায়দার, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক আব্দুর রাজ্জাক, প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্রাকটিস বিভাগের পরিদর্শক আবু রায়হানসহ কলেজের শিক্ষক, শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
উপজেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানও এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে।