নওগাঁ ০৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

মহাদেবপুরে জোয়ানপুর মাদ্রাসায় সহ-সভাপতির ছেলেকে নিয়োগ দানের পাঁয়তারা<<মহাদেবপুর দর্পণ>>

Spread the love

মহাদেবপুর দর্পণ, কাজী সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ২৯ সেপ্টেম্বর ২০২৩ :

নওগাঁর মহাদেবপুরে জোয়ানপুর ফাজিল মাদ্রাসায় অফিস সহকারি কাম কম্পিউটার অপারেটর পদে ওই মাদ্রাসারই সহ-সভপতির ছেলেকে নিয়োগ দানের পাঁয়তারা করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) এ রিপোর্ট লেখার সময় নিয়োগ প্রক্রিয়া চলছিল।

স্থানীয়রা অভিযোগ করেছেন যে, ওই মাদ্রাসার অফিস সহকারি কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগের জন্য গোপনে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ওই পদে ওই মাদ্রাসার সাবেক সেক্রেটারি ও বর্তমান সহ-সভাপতি  মো: আলাউদ্দিনের ছেলে এমামুল হোসেনকে নিয়োগ দানের পাঁয়তারা করা হচ্ছে। শুক্রবার সকালে নিয়োগ দানের জন্য নিয়োগ বোর্ডের সদস্যরা গাড়ি নিয়ে ওই মাদ্রাসায় এলে স্থানীয়রা এই নিয়োগের প্রতিবাদ জানান। তারা মাদ্রাসার বন্ধ গেট জোড় করে খুলে ভিতরে ঢোকার চেষ্টা করেন। তারা সহ-সভাপতির ছেলেকে নিয়োগ দান না করার অনুরোধ জানান। এর আগে তারা উর্ধতন কর্তৃপক্ষের নিকট লিখিত অভিযোগ দিয়েছেন। কিন্তু নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়নি।

দুপুর ১২ টায় ওই মাদ্রাসায় গিয়ে দেখা যায় নিয়োগের জন্য লিখিত পরীক্ষা সম্পন্ন হয়েছে। মোট ছয়জন প্রার্থীর মধ্যে সহ-সভাপতির ছেলেও রয়েছেন। তিনি জানান, বিধি অনুযায়ী তিনি প্রার্থী হয়েছেন। তাকেই নিয়োগ দেয়া হচ্ছে কিনা তার কোন উত্তর তিনি দেননি। নওগাঁ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের একজন নেতা জানান, তিনিও একজন প্রার্থী। কিন্তু মনে হচ্ছে যাকে নিয়োগ দেয়া হবে, তাকে আগেই সিলেক্ট করে রাখা হয়েছে। ওই একজন ছাড়া অন্য চারজন ড্যামি ক্যানডিডেট বলেও তিনি মনে করেন।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রউফ জানালেন, বিধি অনুযায়ী সব প্রক্রিয়া সম্পন্ন করে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ডিজির প্রতিনিধিরা খাতা দেখছেন। স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ সম্পন্ন হবে বলেও তিনি জানান। সহ-সভাপতির ছেলেকে নিয়োগ দেয়া হবে কিনা জানতে চাইলে তিনি জানান মেধা যাচাই করে যেইই প্রথম হবে তাকেই নিয়োগ দেয়া হবে।

জানতে চাইলে ওই মাদ্রাসার সহ-সভাপতি মো: আলাউদ্দিন মোবাইলফোনে জানান, তাকে সবাই ওই মাদ্রাসার সেক্রেটারি বলেই জানে। স্বচ্ছতার ভিত্তিতে তার ছেলে নিয়োগ পেতে পারে বলেও জানান।

স্থানীয়রা দাবি করেন যে, যেহেতু কাকে নিয়োগ দেয়া হচ্ছে তা আগেই ফাঁস হয়ে পড়েছে তাই এই নিযোগ প্রক্রিয়া বাতিল করে নতুন করে বিজ্ঞপ্তি দিয়ে স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ দেয়া হোক।#

আপলোডকারীর তথ্য

মহাদেবপুরে জোয়ানপুর মাদ্রাসায় সহ-সভাপতির ছেলেকে নিয়োগ দানের পাঁয়তারা<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০৭:২০:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩
Spread the love

মহাদেবপুর দর্পণ, কাজী সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ২৯ সেপ্টেম্বর ২০২৩ :

নওগাঁর মহাদেবপুরে জোয়ানপুর ফাজিল মাদ্রাসায় অফিস সহকারি কাম কম্পিউটার অপারেটর পদে ওই মাদ্রাসারই সহ-সভপতির ছেলেকে নিয়োগ দানের পাঁয়তারা করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) এ রিপোর্ট লেখার সময় নিয়োগ প্রক্রিয়া চলছিল।

স্থানীয়রা অভিযোগ করেছেন যে, ওই মাদ্রাসার অফিস সহকারি কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগের জন্য গোপনে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ওই পদে ওই মাদ্রাসার সাবেক সেক্রেটারি ও বর্তমান সহ-সভাপতি  মো: আলাউদ্দিনের ছেলে এমামুল হোসেনকে নিয়োগ দানের পাঁয়তারা করা হচ্ছে। শুক্রবার সকালে নিয়োগ দানের জন্য নিয়োগ বোর্ডের সদস্যরা গাড়ি নিয়ে ওই মাদ্রাসায় এলে স্থানীয়রা এই নিয়োগের প্রতিবাদ জানান। তারা মাদ্রাসার বন্ধ গেট জোড় করে খুলে ভিতরে ঢোকার চেষ্টা করেন। তারা সহ-সভাপতির ছেলেকে নিয়োগ দান না করার অনুরোধ জানান। এর আগে তারা উর্ধতন কর্তৃপক্ষের নিকট লিখিত অভিযোগ দিয়েছেন। কিন্তু নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়নি।

দুপুর ১২ টায় ওই মাদ্রাসায় গিয়ে দেখা যায় নিয়োগের জন্য লিখিত পরীক্ষা সম্পন্ন হয়েছে। মোট ছয়জন প্রার্থীর মধ্যে সহ-সভাপতির ছেলেও রয়েছেন। তিনি জানান, বিধি অনুযায়ী তিনি প্রার্থী হয়েছেন। তাকেই নিয়োগ দেয়া হচ্ছে কিনা তার কোন উত্তর তিনি দেননি। নওগাঁ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের একজন নেতা জানান, তিনিও একজন প্রার্থী। কিন্তু মনে হচ্ছে যাকে নিয়োগ দেয়া হবে, তাকে আগেই সিলেক্ট করে রাখা হয়েছে। ওই একজন ছাড়া অন্য চারজন ড্যামি ক্যানডিডেট বলেও তিনি মনে করেন।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রউফ জানালেন, বিধি অনুযায়ী সব প্রক্রিয়া সম্পন্ন করে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ডিজির প্রতিনিধিরা খাতা দেখছেন। স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ সম্পন্ন হবে বলেও তিনি জানান। সহ-সভাপতির ছেলেকে নিয়োগ দেয়া হবে কিনা জানতে চাইলে তিনি জানান মেধা যাচাই করে যেইই প্রথম হবে তাকেই নিয়োগ দেয়া হবে।

জানতে চাইলে ওই মাদ্রাসার সহ-সভাপতি মো: আলাউদ্দিন মোবাইলফোনে জানান, তাকে সবাই ওই মাদ্রাসার সেক্রেটারি বলেই জানে। স্বচ্ছতার ভিত্তিতে তার ছেলে নিয়োগ পেতে পারে বলেও জানান।

স্থানীয়রা দাবি করেন যে, যেহেতু কাকে নিয়োগ দেয়া হচ্ছে তা আগেই ফাঁস হয়ে পড়েছে তাই এই নিযোগ প্রক্রিয়া বাতিল করে নতুন করে বিজ্ঞপ্তি দিয়ে স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ দেয়া হোক।#