নওগাঁর সাপাহারে শারীরিক প্রতিবন্ধী বালককে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করে দিলেন মানবিক ইউএনও আব্দুল্যাহ আল মামুন।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার উপজেলার বিন্নাকুড়ি আদিবাসী গ্রামের বাসিন্দা নগেন মাস্টারের ছেলে শারীরিক প্রতিবন্ধী বিমলকে আত্মকর্মসংস্থানের লক্ষে বিন্নাকুড়ি মোড়ে দোকান ঘর ও নিজস্ব অর্থায়নে মুদিখানা দোকানের পুঁজি হিসেবে যাবতীয় মালামাল কিনে দেন। ওই বালককে ঘুমটি দোকান ঘর তৈরির জন্য খাদ্যমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদারের পক্ষ হতে ছয় হাজার টাকার চেকও প্রদান করা হয়। দোকানঘরের সব কিছু পেয়ে সে আনন্দে আত্মহারা হয়ে পড়ে। এজন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানায়।
ইউএনও বলেন, একটি শারীরিক প্রতিবন্ধী পরিবারের কর্মসংস্থানের ফলে একটি পরিবার স্বচ্ছলতার সন্ধান পেতে পারে। এ ধরনের মানবিক কাজ তিনি অব্যাহত রাখবেন বলেও জানান।#