
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুরে ঘরোয়া খাবার তৈরি করে সফল মাছ চাষি হুমায়ুন<<মহাদেবপুর দর্পণ>>
-
মহাদেবপুর দর্পণ ডেস্ক
- প্রকাশের সময় : ১০:৪৫:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩
- ৯০৬

মহাদেবপুর দর্পণ, মহাদেবপুর (নওগাঁ), ২১ সেপ্টেম্বর ২০২৩ : মিকচার মেশিনে মাছের খাবারের মন্ড তৈরি করা হচ্ছে---ছবি : সাঈদ টিটো

উপজেলা সদরের শিবগঞ্জ মোড় থেকে দক্ষিণে জাহাঙ্গীরপুর মডেল স্কুলের পিছনে মরহুম আসাদ আলী সরদারের ইটভাটা। এই ইটভাটা ভাড়া নিয়ে ব্যবসায় পরিচালনা করেন হুমায়ুন কবির। ভাটা সংলগ্ন নয় বিঘা আয়তনের পুকুরে মাছের চাষ করছেন তিনি। সরেজমিনে সেখানে গিয়ে দেখা যায়, পুকুর পাড়ে রান্না ঘর বানিয়ে বড় সসপেনে সিদ্ধ করা হচ্ছে চালের খুদ, গম, ভুট্টা। মাটিতে পলিথিন বিছিয়ে থরে থরে জমা করে রাখা হয়েছে সেসব সিদ্ধ। এগুলোর সাথে আরো কিছু মিকচার মেশিনে দিয়ে মন্ড তৈরি করা হচ্ছে। গোল গোল খাবারের মন্ড শ্রমিকেরা ফেলছেন ওই পুকুরে। সাথে সাথে ঝাঁকে ঝাঁকে মাছ এসে কাড়াকাড়ি করে খাওয়ায় ব্যস্ত হয়ে পড়ছে। চমৎকার এ দৃশ্য দেখে যে কারও মন ভরে যাবে।
সর্বোচ্চ পঠিত